আকসাই চীন কি? কেন এই অঞ্চল নিয়ে এত সংঘর্ষ?
কাশ্মীর পরিস্থিতির উন্নতির লক্ষণ এখনো নেই। থমথমে অবস্থা। এক কাশ্মীর কিন্তু নিয়ন্ত্রণ তিন দেশের। এক অংশ নিয়ন্ত্রণ করছে পাকিস্তান। যা পাকিস্তান অকুপাইড কাশ্মীর নামে পরিচিত। বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করছে ভারত। আর অন্য অংশ নিয়ন্ত্রণ করছে চীন। চীনের দখল করা এই অংশের নাম আকসাই চীন।
কাশ্মীর নিয়ে বিরোধের সূত্রপাত ব্রিটিশদের হাতে। মতবিরোধের কারণে ব্রিটিশ নেতৃত্ব দেশ ভাগের সময় কাশ্মীর নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। ছেড়ে দিয়েছে এখানকার জনগণের ওপর। গণভোট হবে। সেই গণভোটেই নির্ধারণ হবে কাশ্মীর ভারতের অংশ হবে, নাকি পাকিস্তানের, নাকি স্বাধীন দেশ। কিন্তু সেই সিদ্ধান্তই শেষ।
গণভোট আর হয়নি। নিয়ন্ত্রণ গেছে তিন দেশের হাতে। শুরুতে কাশ্মীরের কোনও অংশের নিয়ন্ত্রণ চীনের না থাকলেও ১৯৬২ সালের পর তারা নিয়ন্ত্রণ করছে একটি অংশ। সে দেশে স্থানটির নাম আকসাই চীন। কিন্তু এই আকসাই চীনের দাবী করছে ভারত তাদের নিজেদের এলাকা হিসেবে। কিন্তু কিভাবে আকসাই চীনের নিয়ন্ত্রণ করছে চীন? আর কেনই বা ভারত দাবী করছে তাদের নিজস্ব ভূমি হিসেবে?
ঐতিহাসিকভাবে কাশ্মীরকে ‘কাশ্মীর উপত্যকা’ নামে অভিহিত করা হয়েছে। বর্তমানে কাশ্মীর বলতে একটি তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায়। বর্তমান জম্মু ও কাশ্মীর রাজ্য (বিশেষ অধিকার বাতিলের আগে যেটি জম্মু, কাশ্মীর উপত্যকা ও লাদাখের সমন্বয়ে গঠিত ছিল), পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত-বালতিস্তান অঞ্চলদ্বয় এবং চীন-নিয়ন্ত্রিত আকসাই চীন ও ট্রান্স-কারাকোরাম ট্র্যাক্ট অঞ্চলদ্বয় বৃহত্তর কাশ্মীরের অন্তর্ভুক্ত।
সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার বা ১৬ হাজার ফিট উচ্চতার কারণে আকসাই চীনের ধ্বংসস্থানগুলো দেখে বোঝা যায় যে, এটি প্রাচীন বাণিজ্য পথ ছাড়া অন্য কোনো বিষয়ে মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল না, যা গ্রীষ্মকালে জিনজিয়াং ও তিব্বতের কার্নিভালের জন্য একটি অস্থায়ী পাস বা গিরিপথ ছিল। সামরিক অভিযানের জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্ব পেয়েছিল। কারণ তারিম উপত্যকা থেকে তিব্বত পর্যন্ত এটি একমাত্র পথ ছিল যা সারা বছর ধরে কার্যকর ছিল।
চীনের সামরিক বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি আকসাই চীনের বাসিন্দাদের বেশীরভাগ অংশই ভ্রাম্যমাণ গোষ্ঠীর সদস্য যারা নিয়মিতভাবে এলাকার মধ্য দিয়ে যাতায়াত করে। পরিচিত বসতিগুলো হলো- টিয়ানশুইহাই শহর এবং তিলংঘন গ্রাম।
ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয় ১৯৬২ সালে। সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত। যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে তাদের এলাকা বলে দাবী করে। এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে।
যুদ্ধে চীন জয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে আকসাই চীন দখলে রাখে কিন্তু অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়। কিন্তু চীন-ভারত কখনোই এই এলাকায় সীমান্ত চিহ্নিতকরণ করতে পারেনি।