আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

করোনার জের, অস্কারের দিনে অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব

June 24, 2020 | 2 min read

অস্কার আর গোল্ডেন গ্লোব দুটি পুরস্কারই পিছিয়েছে। তবে করোনার দাপটে আগামী বছর যে অভিনব বিষয়টি হতে চলেছে তা হল, অস্কারের দিনে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব।

সাধারণত প্রতিবছর জানুয়ারি মাসের শুরুর দিকেই অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব। আর পরের মাসে শেষে অস্কার। অস্কারের আয়োজক ‘অ্যাকাডেমি অফ মোশন পিকর্চাস আর্টস অ্যান্ড সায়েন্সেস’ আগেই জানিয়ে দিয়েছিল, আগামী বছরের অস্কার পুরস্কার ৮ সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারির বদলে হবে ২৫ এপ্রিল। অস্কারের ফাঁকা তারিখেই ২০২১ সালে হতে চলেছে গোল্ডেন গ্লোব।

লকাডাউনের জেরে হলিউডে শুটিং থেকে ছবি প্রদর্শন, সব কিছুই থমকে গিয়েছে। আগামী মাসের শুরুতে আবার চালু হতে চলেছে প্রেক্ষাগৃহ। শুরুতেই দুটি বড় বাজেটের ছবি রয়েছে। ডিজনির ‘মুলান’ আর ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’। সমস্যা হল, নিউ ইয়র্ক কিংবা লস অ্যাঞ্জেলিসে এখনও ছবি প্রদর্শনের অনুমতি মেলেনি। অস্কারের মতো অধিকাংশ পুরস্কারের শর্ত হল, লস অ্যাঞ্জেলিসের কোনও প্রেক্ষাগৃহে ছবিটি অন্তত সাতদিন দেখানো হলে তবে প্রতিযোগিতার জন্য পাঠানো যাবে। করোনা অভিঘাতে অ্যাকাডেমি কিংবা গোল্ডেন গ্লোব প্রতিযোগিতার শর্তাবলি বদলাতে পারে, এমনই মনে করছে হলিউড বিশেষজ্ঞরা।

লকডাউনের জেরে হলিউডের অন্যান্য পুরস্কারগুলিও দিন বদলাতে পারে। এই ইঙ্গিত মিলেছে ‘বাফটা’র তরফেও। তবে কোন পুরস্কার কর্তৃপক্ষ শর্তাবলির ক্ষেত্রে কী পরিবর্তন আনছে, তা এখনও পরিষ্কার নয়। স্টুডিয়োগুলি সে-দিকেই তাকিয়ে।

অস্কার আর গোল্ডেন গ্লোব দুটি পুরস্কারই পিছিয়েছে। তবে করোনার দাপটে আগামী বছর যে অভিনব বিষয়টি হতে চলেছে তা হল, অস্কারের দিনে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব।

করোনার জের, অস্কারের দিনে অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব

সাধারণত প্রতিবছর জানুয়ারি মাসের শুরুর দিকেই অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব। আর পরের মাসে শেষে অস্কার। অস্কারের আয়োজক ‘অ্যাকাডেমি অফ মোশন পিকর্চাস আর্টস অ্যান্ড সায়েন্সেস’ আগেই জানিয়ে দিয়েছিল, আগামী বছরের অস্কার পুরস্কার ৮ সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারির বদলে হবে ২৫ এপ্রিল। অস্কারের ফাঁকা তারিখেই ২০২১ সালে হতে চলেছে গোল্ডেন গ্লোব।

লকাডাউনের জেরে হলিউডে শুটিং থেকে ছবি প্রদর্শন, সব কিছুই থমকে গিয়েছে। আগামী মাসের শুরুতে আবার চালু হতে চলেছে প্রেক্ষাগৃহ। শুরুতেই দুটি বড় বাজেটের ছবি রয়েছে। ডিজনির ‘মুলান’ আর ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’। সমস্যা হল, নিউ ইয়র্ক কিংবা লস অ্যাঞ্জেলিসে এখনও ছবি প্রদর্শনের অনুমতি মেলেনি। অস্কারের মতো অধিকাংশ পুরস্কারের শর্ত হল, লস অ্যাঞ্জেলিসের কোনও প্রেক্ষাগৃহে ছবিটি অন্তত সাতদিন দেখানো হলে তবে প্রতিযোগিতার জন্য পাঠানো যাবে। করোনা অভিঘাতে অ্যাকাডেমি কিংবা গোল্ডেন গ্লোব প্রতিযোগিতার শর্তাবলি বদলাতে পারে, এমনই মনে করছে হলিউড বিশেষজ্ঞরা।

লকডাউনের জেরে হলিউডের অন্যান্য পুরস্কারগুলিও দিন বদলাতে পারে। এই ইঙ্গিত মিলেছে ‘বাফটা’র তরফেও। তবে কোন পুরস্কার কর্তৃপক্ষ শর্তাবলির ক্ষেত্রে কী পরিবর্তন আনছে, তা এখনও পরিষ্কার নয়। স্টুডিয়োগুলি সে-দিকেই তাকিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Golden Globe, #Oscars 2020, #covid-19

আরো দেখুন