দেশ বিভাগে ফিরে যান

হাওড়া স্টেশনের টিটি, দেশকে দেখাচ্ছে অলিম্পিকের স্বপ্ন

June 28, 2020 | 2 min read

খড়গপুর স্টেশনের টিকিট চেকার থেকে বিশ্বকাপ জয়ী টিমের অধিনায়ক হয়ে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

রাজস্থানের কাবরা গ্রামের মেয়ে ভাবনা জাট যেন ধোনির পথের পথিক। হাওড়া স্টেশনের ৪, ৫ ও ৬ নম্বরে গেটে দাঁড়িয়ে নভেম্বর পর্যন্ত যে মেয়েটা টিকিট পরীক্ষা করতেন, সেই ভাবনা এখন দেশকে অলিম্পিক পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।

ফেব্রুয়ারিতে রাঁচিতে ওপেন অ্যাথলেটিক্স মিটের ২০ কিলোমিটার হাঁটায় অলিম্পিকের টিকিট পান তিনি। যে সময় তিনি করেছেন তার থেকে ১ মিনিট কমালে পোডিয়ামে ওঠার সম্ভাবনা। সেই লক্ষ্যেই ভাবনা বেঙ্গালুরু সাইয়ে জাতীয় শিবিরে বিদেশি কোচ আলেকজান্ডারের কাছে প্রস্তুতিতে ব্যস্ত। আলেকজান্ডার অ্যাথলেটিক্স কর্তাদের বলেছেন, ভাবনার হাঁটার টেকনিক এতটাই ভালো যে, ২-৩ মিনিট সময় কমানো অসম্ভব নয়।

ফোনে ধরা হলে ২৪ বছরের এই ওয়াকার ভাঙা বাংলায় জিজ্ঞাসা করলেন, ‘কেমন আছেন? ভালো তো? আমি ভালোই আছি বেঙ্গালুরুতে।’ তারপর নিজেই বলে চললেন তাঁর বাংলা প্রীতির কথা। ‘২০১৬ সালে রেলে চাকরি পাই। টিটি হিসেবে প্রথম পোস্টিং কামারকুন্ডু স্টেশনে। দেড় বছর সেখানে কাটিয়ে হাওড়ায়।’ হাওড়া স্টেশনে কাজ আর শিয়ালদহের রেল কোয়ার্টারে থাকার ফাঁকে রসগোল্লা আর তেলেভাজায় মজেছেন নিরামিষাশী ভাবনা। মজা করে বললেন, ‘রাতে খাওয়ার সময় মনে হয় পাতে একটা রসগোল্লা পেলে ভালো হত।’

হাওড়া স্টেশনের টিটি, দেশকে দেখাচ্ছে অলিম্পিকের স্বপ্ন

সাড়ে তিন বছর কলকাতায় কাটানোর পুরোটা অবশ্য রসগোল্লার মতো মিষ্টি নয়। হাওড়ায় ডিউটিতে কড়াকড়ির জন্য প্র্যাক্টিসের সুযোগ কম পেতেন। পারফরম্যান্স গ্রাফ দ্রুত পড়ে যাচ্ছিল। ডিসেম্বরে তিনি বেতনহীন ছুটি নিয়ে তিন মাসের জন্য জয়পুরে চলে যান ব্যক্তিগত কোচ গুর্মুখ সিহারের কাছে ট্রেনিং করতে। ‘সে দিন ঝুঁকি নিয়ে বিনা বেতনে ছুটি নিয়ে জয়পুর গিয়েছিলাম বলেই জাতীয় মিটে জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিকের টিকিট পাই।’ অলিম্পিকের টিকিট পেতেই অবশ্য রেল তাঁর তিন মাসের বেতন দিয়ে দিয়েছে। এখনও রেলের খাতায় তিনি হাওড়ার টিকিট কালেক্টর।

অলিম্পিকের ছাড়পত্র পেয়ে রেলের ডিউটিতে তাঁকে যোগ দিতে হয়নি। জোর গলায় বললেন, ‘অলিম্পিক পিছনোয় প্রস্তুতির সময় বেড়েছে। আমি সেই সময়টাকে কাজে লাগাতে চাই।’

জাতীয় টিমের জার্সি পরার লক্ষ্যে খড়গপুর স্টেশন থেকে কাউকে না বলে ট্রেনে উঠে পড়েছিলেন ধোনি। সাত মাস আগে ভাবনাও হাওড়া স্টেশন থেকে জয়পুরের ট্রেনে চড়ে বসেছিলেন। এখন তাঁর সামনে অলিম্পিক পদকের হাতছানি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tokyo olympics 2020, #ticket checker, #bhavna jatt

আরো দেখুন