বিবিধ বিভাগে ফিরে যান

কুমোরটুলিতে আসছে বায়না!‌ পুজোর ঢাকে কাঠি পড়ছে কলকাতায়

June 29, 2020 | < 1 min read

রথের চাকা গড়াতেই অন্য বার দুগ্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। করোনা-আবহে এবার আর তা হওয়ার অবকাশ নেই। করোনা আর লকডাউনের জেরে এবার পুজোর বাজারে ভাঁটা। কলকাতার কুমোরটুলিতেও তাই বায়নাদারদের গিজগিজে ভিড় নেই।

ক্রিকেট ছেড়ে চাষবাসে মন! ট্রাক্টর কিনে চাষ করছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক

তবে এর মধ্যেও রথ আসতেই অন্যবারের সেই রমরমা না ফিরলেও অল্প হলেও কুমোরটুলির মন্দা বাজারে খানিক জোয়ার এসেছে। অল্প অল্প করে হলেও পুজো কমিটির লোকেরা কুমোরটুলি-মুখো হচ্ছেন। পুজো কমিটির কর্তাদের বক্তব্য, ‘‌এ বার যা বাজারের অবস্থা, তাতে থিম পুজো বা জাঁকজমকের কোনও সম্ভাবনাই নেই। কিন্তু মায়ের পুজো একেবারে হবে না, তা তো আর হতে পারে না। সেটা তো হবেই। কাজেই মায়ের পুজো করতে গেলে নিদেন পক্ষে মূর্তি তো গড়তে দিতেই হবে। সে জন্যই কুমোরটুলি আসা।’‌

কুমোরটুলিতে ভিড় বাড়ায় খুশি মূর্তি শিল্পীরা। তাঁরা বলছেন, এ বারে কোনও বায়না হবে না, এমন আশঙ্কাতেই ছিলেন। কিন্তু তা-ও রথের পরে যে ভাবে ধীরে ধীরে বায়না আসতে শুরু করেছে, তাতে তাঁরা অনেকটাই আশান্বিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#kumratuli, #rath yatra

আরো দেখুন