আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান

June 30, 2020 | < 1 min read

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান। ট্রাম্পের নাগাল পেতে ইন্টারপোলের সাহায্যও চেয়েছে তেহরান। কিন্তু, কেন? জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ইরানি সেনা কমান্ডার কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করার দায়ে ট্রাম্পের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি হয়েছে। শুধু ট্রাম্প নন, সেই সঙ্গে আরও ৩০ জনকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করেছে ইরান। তাদেরও আটক করতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। সোমবার তেহরানের প্রসিকিউটার আলি আলকাসিমের জানান, জেনারেল কাসেম সোলেইমানি হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতএব, তাঁকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলেই ট্রাম্পকে আটক করতে তাঁরা উঠেপড়ে লাগবেন বলেই সাফ জানিয়েছেন আলি।

ইতিমধ্যেই ইন্টারপোলকে ‘রেড নোটিস’ জারির অনুরোধ জানিয়েছে ইরান। ইন্টারপোলের সদর দপ্তরে এ বিষয়ে একটি গোপন বৈঠকেরও আয়োজন করা হয়েছে। যদিও ওই আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার তরফে কোনও উত্তর এখনও আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Donald Trump, #Iran

আরো দেখুন