বিবিধ বিভাগে ফিরে যান

লোকাল ট্রেন কিনতে চাই – আলোড়ন সৃষ্টি ফেসবুকের এই নতুন গ্ৰুপের

July 6, 2020 | < 1 min read

‘আত্মনির্ভরতার’ লক্ষ্যে ভারতীয় রেলে আরও বেসরকারিকরণ করতে চলেছে মোদী সরকার৷ ১০৯ রুটে ১৫১টি সুপার ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের সঞ্চালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে ভারতীয় রেল৷ রেলের বেসরকারিকরণ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সেই সকল নিত্যাত্রীরা লোকাল ট্রেন কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন।

এই লক্ষ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় গ্রুপভিত্তিক আলোচনাও শুরু হয়ে গিয়েছে। ফেসবুকের এমনই একটি গ্রুপ খুলে তার নাম দেওয়া হয়েছে ‘লোকাল ট্রেন কিনতে চাই’। ওই গ্রুপের লক্ষ্যের বিষয়েও বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে গ্রুপের অ্যাডমিনরা।

তাঁদের বক্তব্য, “সরকারের এই মহতি আত্মনির্ভর প্রকল্পে আমরাও অংশীদার হতে চাই। এই গ্রুপে ক্রাউডফাণ্ডিং-এর মাধ্যমে বাংলার ছোট, বড়, মেজো বিভিন্ন রুটের ৬ কামরা, ৯ কামরা ও ১২ কামরার লোকাল ট্রেন কেনার ব্যবস্থা করা হবে, অন্তত চেষ্টা করা হবে। এছাড়াও কেউ যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল এক কামরার ইএমইউ রেক কিনতে চান তারও ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”

বিষয়টি নেহাতই মজার হলেও ইতিমধ্যেই সেই গ্রুপের সদস্য সংখ্যা দুই হাজার ছুঁয়েছে। আর বহু সদস্য সেখানে লিখছেন মজার মজার মন্তব্য। যেগুলি নজর কেড়েছে নেট দুনিয়ায়।

তথ্যসূত্র: খাস খবর

TwitterFacebookWhatsAppEmailShare

#local train, #Passengers

আরো দেখুন