জীবনশৈলী বিভাগে ফিরে যান

ঘরে শান্তি বজায় রাখতে বাস্তু মেনে ঘর রঙ করুন

July 14, 2020 | < 1 min read

বাস্তুমতে ঘরের এক একটি অংশকে নিয়ন্ত্রণ করে এক একটি গ্রহ। তাই জীবনে গ্রহের অবস্থান ভালো করতে ঘরের সঠিক রঙ নির্বাচন খুব জরুরি। রঙ করার আগে জেনে নিন কোন ঘরের দেওয়ালে কোন রঙ উপযুক্ত। 

  • বাড়ির মূল ফটকে সূর্যের বাস। সেই কারণেই সেখানে লাল বা হলুদ রঙ করুন। এই জায়গায় উজ্জ্বল আলো লাগান।   
  • লিভিং এরিয়ায় চাঁদ অধিষ্ঠান করে। এখানে উজ্জ্বল রঙ লাগান। সাদা, হালকা হলুদ, গোলাপী বা পার্পল রঙ লিভিং এরিয়ার জন্য  শুভ।
  • রান্নাঘর মঙ্গল ও সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে লাগান হলুদ বা কমলা রঙ। এখানে সূর্যের আলো প্রবেশ করা জরুরি। তাই গাঢ় রঙ ব্যবহার না করাই ভালো।   
  • শোওয়ার ঘরে অবস্থান করে শনি ও শুক্র। এখানে ফ্রস্ট কালার লাগাতে পারেন। তাছাড়া গোলাপী, হালকা সবুজ এবং ক্রিম রঙও করাতে পারেন। লাল বা নীল রঙ বেডরুমে একেবারেই চলবে না।  
  •  বাথরুমে অধিষ্ঠান করে রাহু ও কেতু। এখানে রঙ নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধানী হওয়া ভালো।এখানে নীল বা সাদা রঙ ব্যবহার করতে পারেন। 

এইগুলো মানলেই দেখবেন আপনার ঘরে সদা শান্তি বিরাজ করছে।   

TwitterFacebookWhatsAppEmailShare

#Painting, #peace, #house

আরো দেখুন