বিনোদন বিভাগে ফিরে যান

সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের প্রয়োজন নেই: মহারাস্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

July 17, 2020 | 2 min read

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন মহারাস্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ 

তিনি বলেন, সুশান্তের মৃত্যুর তদন্ত ভালভাবে সামলাচ্ছে মুম্বই পুলিস। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তার সবদিক খতিয়ে দেখছে পুলিস। তদন্ত শেষ হলে, সমস্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানান মহারাস্ট্রের মন্ত্রী 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে এখনও পর্যন্ত তেমন সন্দেহজনক কোনও বিষয় চোখে পড়েনি পুলিসের। তেমন কিছুর সন্ধান পেলে, অবশ্যই তা খতিয়ে দেখবে পুলিস। তার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে স্পষ্ট জানান মহারাস্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সিবিআই তদন্ত নিয়ে সরব হয়েছেন তাঁর অনুগামীরা। বলিউডের একাংশও সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করেছেন। বৃহস্পতিবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী 

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি করতেই রিয়ার বিরুদ্ধে তেড়ে ওঠেন নেটিজেনরা। রিয়া যেন আর ‘নাটক’ না করেন বলে কটাক্ষ করা হয় নেট নাগরিকদের একাংশের তরফে 

TwitterFacebookWhatsAppEmailShare

#sushant singh rajput, #CBI Investigation, #maharashtra home minister, #Anil Deshmukh

আরো দেখুন