সাড়ে তিন লক্ষ টাকার সোনার মাস্ক পরছেন কটকের ব্যবসায়ী, ভাইরাল ছবি
করোনার জেরে বাড়ি থেকে বেরলেই এখন মাস্ক পরা বাধ্যতামূলক ৷ চিকিৎসকেরাও জানিয়েছেন যে করোনার প্রকোপ থেকে বাঁচতে স্যানিটাইজার ও ফেস মাস্ক অত্যন্ত জরুরি ৷ এর জেরে বর্তমানে স্যানিটাইজার ও মাস্কের চাহিদা রয়েছে তুঙ্গে ৷ বিভিন্ন ধরনের মাস্ক ইতিমধ্যেই ই-কমার্স সাইট থেকে পাড়ার দোকানে ছেয়ে গিয়েছে ৷ কয়েকদিন আগেই মাস্ক নিয়ে নতুন ট্রেন্ড সেট করেছিলেন পুণের এক ব্যবসায়ী ৷ এবার কটকের এক ব্যবসায়ীও সেই পথেই হাঁটলেন ৷ অলোক মহান্তি নামে ওই ব্যক্তি সোনা পরতে ভালোবাসেন তাই এবার কাপড় নয় সোনা দিয়ে তৈরি করলেন মাস্ক ৷
তাঁর পরিচিতরা জানিয়েছেন, বরাবরই সোনার প্রতি তার ঝোঁক রয়েছে ৷ এত ভালোবাসেন সোনা পরতে যে সব সময় প্রচুর সোনার গয়না যেমন গলার চেন, আঙটি, ব্রেসলেট এই সব পরতে থাকে ৷ তাকে গোল্ডম্যানও বলা যেতে পারে ৷ মাস্ক বাধ্যতামূলক করার পর এবার নিজের জন্য তৈরি করালেন N95 সোনার মাস্ক, যার মূল্য প্রায় ৩.৫ লক্ষ টাকা ৷ তিনি জানিয়েছেন, এর আগে খবরে পুণের শঙ্কর কুরাদের সোনার মাস্ক ও সুরাতে হিরে মোড়ানো মাস্কের খবর দেখে তিনি সোনার মাস্ক তৈরি করার সিদ্ধান্ত নেন ৷
জানা গিয়েছে, মাস্কটির ওজন প্রায় ১০০ গ্রাম ৷ অলোক মোহান্তি বৃহস্পতিবার তার নতুন সোনার মাস্ক দেখালেন ৷ মুম্বইয়ের জাভেরি বাজার থেকে ওই মাস্কটি তিনি তৈরি করিয়েছেন ৷ নিঃশ্বাস নেওয়ার জন্য মাস্কের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট ছিদ্র ৷ সময় লেগেছে ২২ দিন।