ভ্রমণ বিভাগে ফিরে যান

ঘুরে আসুন ঐতিহাসিক মঙ্গল পাণ্ডে উদ্যান থেকে

July 18, 2020 | < 1 min read

ব্যারাকপুর এক ঐতিহাসিক জনপদ। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর দপ্তর আর সাথে পুলিশ আধিকারিকদের ট্রেনিং স্থল। এছারাও আছে বিমান বাহিনীর দপ্তর। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল এই ব্যারাকপুরের মাটি থেকে। মঙ্গল পান্ডের নেতৃত্বে গর্জে উঠেছিল পরাধীন ভারতের পুলিশ! 

পরবর্তী কালে মঙ্গল পাণ্ডে কে ফাঁসিতে ঝোলানো হয়েছিল! আজও লাটবাগানের ভিতরে বিশাল ঝুরিযুক্ত বটগাছের মাঝে ওনার সমাধি আছে। পাশ দিয়ে বয়ে চলেছে হুগলী নদী। অশ্বশালা, প্যারেড গ্রাউন্ড, অস্ত্রশালা, লেডি কেনির সমাধি সহ নবরুপে সজ্জিত ব্রিগেড হাসপাতালের শিল্পকলা নজর কাড়ে।

ব্যারাকপুরে ব্রিটিশ সেনাদের যে স্থানে পাণ্ডে আক্রমণ করেছিলেন এবং পরবর্তী সময়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণে শহীদ মঙ্গল পান্ডে মহা উদ্যান নির্মাণ করা হয়েছে। পরে ব্যারাকপুর সেনা ক্যাম্প এলাকায় তার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল, যা সাধারণত মঙ্গল পাণ্ডে বাগান নামে পরিচিত।

এছাড়াও, গান্ধী ঘাটে গঙ্গা দর্শন করতে পারেন। পড়ন্ত বিকালে সূর্যাস্তের অপরুপ শোভা আপনাদের মুগ্ধ করবে। তাহলে আর দেরি না করে শীঘ্রই ঘুরে আসুন ঐতিহাসিক এই শহর থেকে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#mangal pandey, #Park, #Historical Places

আরো দেখুন