কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির ৫ দিনের বৈঠক আজ থেকে
বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পাঁচদিনের বৈঠকে বসছেন বিজেপি’র বঙ্গ নেতারা। এক্ষেত্রে দলের জেলা সংগঠনগুলির হালহকিকত খতিয়ে দেখতে আলাদা করে জেলা সভাপতিদের সঙ্গেও বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতারা। পাঁচদিনের বৈঠকের এজেন্ডা স্থির করতে বুধবার রাতেই বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর সেখানেই সিদ্ধান্ত হয়েছে, বাংলায় জনসংযোগ অভিযানে আরও বেশি জোর দেবে বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আত্মনির্ভর ভারত গড়ে তোলার কথা বলেছেন, সেই লক্ষ্যে গ্রামবাংলায় প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে। এবং তা করতে গিয়েই আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে হবে। এই ব্যাপারে এদিন দিল্লিতে বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘লোকসভা নির্বাচনের পর থেকেই দল বাংলায় বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন আমাদের সাংগঠনিক বৈঠক হয়নি। রাজ্য এবং জেলা স্তরের নেতাদের নিয়েই তাই এই বৈঠক হচ্ছে। জনসংযোগ অভিযান বা বুথ কমিটি গঠনের ক্ষেত্রে বাংলায় বিজেপি কতটা অগ্রসর হয়েছে, তা নিয়েও পাঁচদিনের বৈঠকে আলোচনা হবে।’