বিনোদন বিভাগে ফিরে যান

বাংলা সিনেমা ও রমাপদ চৌধুরি

July 29, 2020 | < 1 min read

ঔপন্যাসিক এবং গল্পকার রমাপদ চৌধুরি নিজের জীবন জুড়ে রেখে গেছেন একের পর এক ভালো কাজ। যুগান্তর পত্রিকায় তাঁর লেখা ‘উদবাস্তু’ প্রকাশ থেকে শুরু হয় যাত্রা। সে কলম আমরণ কখনোই থামেনি।

দুবছর আগে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ লেখক।

তাঁর সারাজীবনের সৃষ্টিকে শ্রদ্ধা জানাতে, আজ দেখে ফেলুন তাঁর লেখায় নির্মিত এই সিনেমাগুলিঃ

এখনি (১৯৭০)

ছবিটি পরিচালনা করেছেন তপন সিংহ। গল্পকার রমাপদ চৌধুরি। অভিনয় করেছেন অপর্ণা সেন, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, মৌসুমি চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়।

পিকনিক (১৯৭২)

এই সিনেমাটিও রমাপদ চৌধুরির গল্প অবলম্বনে নির্মিত। পরিচালক ইন্দ্র সেন। অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, শমিত ভঞ্জ, অর্চনা গুপ্ত, জয়শ্রী রায়।

বনপলাশির পদাবলী (১৯৭৩)

রমাপদ চৌধুরির গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় উত্তমকুমার পরিচালনা, প্রযোজনা, অভিনয় সবটাই করেন। এছাড়াও অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, বিকাশ রায়, অনিল চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়।

যে যেখানে দাঁড়িয়ে (১৯৭৪)

লেখকের লেখা গল্পে তৈরি সিনেমাটিতে পরিচালক ছিলেন সরোজ দে। অভিনয় করেছেন দীপঙ্কর দে।

খারিজ (১৯৮২)

মৃণাল সেনের নির্দেশনায় তৈরি এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি। অভিনয় করেছেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার।

এক ডাক্তার কি মৌত (১৯৯০)

তপন সিনহা পরিচালিত হিন্দি ভাষার ছবি। ছবিটি রামপদ চৌধুরীর “অভিমন্যু” গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। এক ডাক্তারের গবেষণার বিরুদ্ধে আমলাতন্ত্রের অঘোষিত আক্রমণ ও সরকারি অবহেলার করুন চিত্র তুলে ধরা হয়েছে এই ছবিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangla cinema, #ramapada chowdury

আরো দেখুন