বিবিধ বিভাগে ফিরে যান

এবার বইয়ের পাতাতেও মুখ্যমন্ত্রীর করোনা মোকাবিলা, ‘করোনা যুদ্ধে মমতা’

July 29, 2020 | 2 min read

গোটা দেশজুড়ে মারাত্মক হারে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস। প্রায় প্রতিটি রাজ্যই ভাইরাস মোকাবিলায় রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। শুরুর দিকে সংক্রমণে কিছুটা বাঁধ দেওয়া গেলেও এখন প্রতিদিন আক্রান্ত হচ্ছে গড়ে ২২০০ মানুষ। মৃত্যুও হচ্ছে গড়ে ৩৫-৪০ জনের। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন করোনা পরিস্থিতিকে কিছুটা হলেও যাতে ঠিক করা যায়। বিরোধীরা অবশ্য আক্রমণ শানিয়েই যাচ্ছেন। এসবের মধ্যেই মমতার সেই করোনা-মোকাবিলার কাহিনিই এবার জায়গা করে নিল বইয়ের পাতায়।

করোনাভাইরাস মোকাবিলা করতে গত চার মাসে নানা ধরণের কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত কর্মসূচির নিয়েই ‘বঙ্গ নিউজ’-এর পক্ষ থেকে প্রকাশ করা হল বিশেষ বই ‘করোনা যুদ্ধে মমতা’। করোনা আবহে মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে বই প্রকাশ দেশের মধ্যে এই প্রথম। বিভিন্ন গণমাধ্যমে মমতার করোনা-মোকাবিলা নিয়ে খবর হয়েছে ঠিকই, কিন্তু তা বই হিসেবে থেকে যাওয়া উচিৎ বলে মনে করছেন প্রকাশকরা।

এই বইতে খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,আবুল বাশার, কবি সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন, গায়ক কবীর সুমন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, এছাড়াও একাধিক অধ্যাপক -চিকিৎসক-সাংবাদিকরা তাঁদের নিজেদের দৃষ্টিকোণ থেকে করোনা যুদ্ধে মমতার ‘দুঃসাহসিক’ পদক্ষেপের কথা তুলে ধরেছেন।

মঙ্গলবার রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বইটি প্রকাশ করেন। তিনিও বইটির ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘করোনা যুদ্ধে মমতা বইটি প্রকাশিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। খুবই সুন্দর বই এটি। যারা এই বইটি পড়বেন তারা নিশ্চিতভাবে সমৃদ্ধ হবেন। প্রত্যেকের বইটি খুব ভালো লাগবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চিতভাবে বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। প্রচুর অভিজ্ঞতার সঞ্চার করতে পারবেন এবং আগামীদিনে কাজেরও ইচ্ছে বাড়বে।’

বইটির ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন ,’আমরা সবাই জানি করোনা সংক্রমণের পর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্দীপ্ত ভূমিকা নিয়েছিলেন। তিনি রাস্তায় নেমে মানুষের ঘরে ঘরে গিয়ে যেভাবে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন, সেই কথা বই আকারে লেখা থাকলে তো ভালোই।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এখনও শেষ হয়নি। করোনা পরিস্থিতিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই এবার বইয়ের পাতায় মমতার লড়াইয়ের কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #covid-19, #New Book

আরো দেখুন