রাজ্য বিভাগে ফিরে যান

রাখি বন্ধনের বদলে এবার মাস্ক বন্টন

August 2, 2020 | < 1 min read

মাস্ক পরিয়েই এ বার রাজ্যের সর্বত্র রাখিবন্ধন উৎসব পালন করবে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। সম্প্রতি কলকাতা পুরসভার কাছে এ বিষয়ে একটি নির্দেশিকা এসেছে। করোনা আবহে রাখিবন্ধন উৎসব পালন ঝুঁকিপূর্ণ। কিন্তু উৎসবের গুরুত্ব বিবেচনা করে দিনটিকে করোনা সচেতনতার প্রচারে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুবকল্যাণ দপ্তর।

এই দপ্তরের উদ্যোগে রাখি পূর্ণিমার দিনটিকে প্রতি বছরই সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হয়। আমজনতাকে রাখি পরানো হয় দপ্তরের উদ্যোগে। তবে এ বার আর রাখি নয়। মাস্ক বিলি করে মানুষকে সচেতন করা হবে।

করোনা আবহে রাখির বদলে মাস্ক বিলির সিদ্ধান্ত সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। রাজ্যের সব ক’টি জেলার ব্লক, পুরসভা, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এলাকায় রাখি পূর্ণিমার দিনে এক লক্ষ মাস্ক বিলি করা হবে। এরই মধ্যে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শহরের সমস্ত কো-অর্ডিনেটরকে এই অনুষ্ঠান পালনের ব্যবস্থা করতে বলেছেন।

ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের পরিকল্পনায় রাজ্যজুড়ে এই অনুষ্ঠান আগামী ৩ অগস্ট, রাখি পূর্ণিমার দিন পালন করার ব্যবস্থা হচ্ছে। তবে কোথাও অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। লাউডস্পিকারে দেশাত্মবোধক গান বাজিয়ে এই মাস্ক বিলির অনুষ্ঠান করতে হবে। সর্বত্র করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনেই অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #mask, #Raksha Bandhan 2020

আরো দেখুন