দেশ বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনে চীনের মদত নিয়েছিল বিজেপি!

August 4, 2020 | < 1 min read

দেশজুড়ে চলছে বয়কট চীনের হাওয়া। চৈনিক পণ্য বর্জনের দাবি উঠছে বিভিন্ন মহলের। এমনকি আইপিএল এর স্পন্সরশিপ থেকেও সরে দাঁড়াতে হয়েছে ভিভোকে। এই আবহে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এল। লোকসভা নির্বাচনে চীনের মদত নিয়েছিল বিজেপি!

জনৈক আরটিআই কর্মী সাকেত গোখলে একটি টুইটে করে জানান এই কথা। ওনার দাবি, এই কারণেই চীনের বিষয়ে নরম সুর মোদির। এরপরই শোরগোল পড়ে যায় টুইটারে।

সাকেত একটি টুইট করে জানান, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি চৈনিক কোম্পানিগুলোকে ১ কোটি ১৫ লক্ষ টাকা দেয়, তাদের ভোটের প্রচারের জন্যে। আর সদ্য ব্যান হওয়া কোম্পানিগুলোতে রয়েছে এই কোম্পানিগুলোও, যারা একসময় বিজেপির হয়ে প্রচার করেছে।

সাকেত প্রশ্ন তোলেন এর থেকে বিস্ময়কর আর কি হতে পারে!

অনেকেই প্রশ্ন তোলেন তাহলে কি বিজেপি দেশের স্বার্থ বাঁচানোর নাটক করছে! চীনের সাথে এই শত্রুতাও কি লোক দেখানো? মোদি কি ঠকাচ্ছেন দেশবাসীকে!

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commission of India, #Lok Sabha Election, #Narendra Modi, #china

আরো দেখুন