আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

নয়া মানচিত্রে কাশ্মীর-লাদাখ নিজেদের বলে দাবি ইসলামাবাদের

August 5, 2020 | < 1 min read

নেপালের পর ভারতের ভূখণ্ড নিজের বলে দাবি করে ম্যাপ প্রকাশ করল পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার নয়া রাজনৈতিক মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ ও স্যার ক্রিক নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে ইসলামাবাদ।

এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে ফের উসকানি দিয়ে সেখানেই নয়া মানচিত্রে সিলমোহর দেন তিনি। এই বিষয়ে ইমরান বলেন, “পাকিস্তানের জনগণ ও সমস্ত বিরোধী দলের সহযোগিতা রয়েছে আমাদের সঙ্গে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই নয়া মানচিত্র প্রকাশ করেছি আমরা।” পাকিস্তানের নয়া মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখকে অবৈধভাবে ভারতের দখলে থাকা এলাকা বলে দেখানো হয়েছে। এছাড়া, গুজরাট সীমান্তে স্যার ক্রিক অঞ্চলটিকেও পাকিস্তানবের অংশ হিসেবে দাবি করা হয়েছে। হাস্যকরভাবে, স্বাধীনতার পূর্বের জুনাগড় রাজ্যটিকেও (বর্তমান গুজরাটের অংশ) নিজেদের বলে দাবি করেছে ইমরান খানের প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kashmir, #pakistan, #imran khan

আরো দেখুন