দেশ বিভাগে ফিরে যান

কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা

August 6, 2020 | < 1 min read

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হল৷ বুধবারই ওই পদে ইস্তফা দিয়েছেন জিসি মুর্মু৷ জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পরে জিসি মুর্মুকেই উপত্যকার লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব দেওয়া হয়৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবন থেকে মনোজ সিনহার নিয়োগের খবর জানানো হয়৷ একই সঙ্গে জিসি মুর্মুর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে রাষ্ট্রপতি ভবন৷

বুধবার রাতে ইস্তফা দেন মুর্মু৷ ৫ অগাস্টই ছিল জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার বর্ষপূর্তি৷ একই সঙ্গে লাদাখেরও৷

জিসি মুর্মু দুঁদে আমলা হিসেবেই পরিচিত৷ কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পরে এই জিসি মুর্মুকেই কেন্দ্র বেছে নেয় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্বে৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোজ সিনহার মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে এনে এ বার জম্মু-কাশ্মীরে রাজনৈতিক কাজকর্ম শুরুর তোড়জোড় করছে কেন্দ্র৷ জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন বাকি আছে৷ উপত্যকার বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে আপাতত জল মাপছে কেন্দ্র৷

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী ছিলেন মনোজ সিনহা৷ টেলিকম মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি৷ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রনেতা থেকে রাজনৈতিক জীবন শুরু৷ পরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে দু’বার লোকসভা ভোটে জিতে সাংসদ হন৷ ২০১৯-এর নির্বাচনে অবশ্য তিনি হেরে যান৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Manoj Sinha, #JAMMU AND KASHMIR

আরো দেখুন