দেশ বিভাগে ফিরে যান

করোনার ছোবল! এবার আক্রান্ত কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েক

August 12, 2020 | < 1 min read

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ধীরে ধীরে থাবা চওড়া হচ্ছে করোনার। অমিত শাহ (Amit Shah), ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan), অর্জুন রাম মেঘওয়ালের (Arjun Ram Meghwal) পর এবার কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক (Shripad Y Naik) করোনায় আক্রান্ত। বুধবার টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা। সেইসঙ্গে গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছেন নায়েক।

জানা গিয়েছে, মন্ত্রী এদিন কোভিড টেস্ট করান। তারপর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর কোনও কোভিড উপসর্গ নেই বলে জানিয়েছেন শ্রীপদ নায়েক। শরীরও আপাতত সুস্থ আছে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতেই আইসোলেশনে তিনি থাকবেন বলে জানিয়েছেন। সবথেকে বড় বিষয় শ্রীপদ নায়েক নিজে কেন্দ্রীয় আয়ুশ, সিদ্ধা, ইউনানি ও হোমিওপ্যাথি চর্চা বিষয়ক মন্ত্রকের মন্ত্রী। তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবরে রাজনৈতিক মহল উদ্বিগ্ন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর কয়েকদিন আগে আরও দুই কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে বাসা বাঁধে মারণ করোনা ভাইরাস। এঁদের মধ্যে একজন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা করোনা রুখতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দেওয়া অর্জুন রাম মেঘওয়াল। তাঁকে দিল্লি এইমসে ভরতি করা হয়েছে। অপরজন কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরি। তিনি ভরতি যোধপুরের একটি হাসপাতালে। এবার মন্ত্রিসভার আরও এক সদস্য শ্রীপদ নায়েক আক্রান্ত হলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Shripad Y Naik

আরো দেখুন