খেলা বিভাগে ফিরে যান

‘ঘর ওয়াপসি’ এটিকে-মোহনবাগানে! পাঁচ বছরের চুক্তিতে সই করলেন শুভাশিস

August 14, 2020 | < 1 min read

ঘরের ছেলে ঘরে ফিরল। ঐতিহাসিক সংযুক্তির পরই আইএসএলে ভাল করার লক্ষ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে এটিকে-মোহনবাগান (‌ATK Mohun Bagan)। রয় কৃষ্ণ, প্রবীর দাস, প্রীতম কোটাল, এডু গার্সিয়া, শেখ সাহিলের পর এবার প্রাক্তনী শুভাশিস বোসের সঙ্গে চুক্তি সেরে ফেলল ক্লাব। পাঁচ বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে সই করলেন জাতীয় দলে খেলা তরুণ ডিফেন্ডার শুভাশিস (Subhashis Bose)।

এক সময় সবুজ-মেরুন জার্সিতে প্রতিপক্ষ দলের বহু আক্রমণকে প্রতিহত করেছেন শুভাশিস। ২০১৭ সালে মোহনবাগানের হয়ে খেলেন তিনি। তারপর চলে যান বেঙ্গালুরু এফসিতে খেলতে। সেখান থেকে দু’বছরের জন্য মুম্বই সিটি এফসি-তে যোগ দেন এই শুভাশিস। দিনকয়েক আগেই মুম্বই সিটি এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শুভাশিস। তারপর পুরনো ক্লাবেই আবার ফিরলেন তিনি। এটিকে-মোহনবাগানে যোগ দিয়ে তিনি বলেছেন, “নিজের শহরে ফিরতে পেরে খুশি আমি। নিজের সেরাটা দিয়ে এটিকে-মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।”

এদিকে, করোনা আবহে কবে শুরু হবে আগামী মরসুমের ISL! ‌তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সম্ভবত শুরু হতে পারে ২০২০-২১ মরসুমের আইএসএল। তবে তার আগে নিজেদের দল বেশ ভালই গুছিয়ে নিচ্ছে এটিকে-মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohun Bagan fc, #Subhasis Bose

আরো দেখুন