রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের গাইডলাইনে যাই থাকুক না কেন, সেপ্টেম্বরে রাজ্যে লকডাউন হবেই- মমতা বন্দ্যোপাধ্যায়

September 2, 2020 | < 1 min read

 চলতি মাসের ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বর লকডাউন কি হচ্ছে? রাজ্যে আগামী তিনদিন সম্পূর্ণ লকডাউনের ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু সেই সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের গাইডলাইনে যাই থাকুক না কেন সেপ্টেম্বরে আপাতত তিনদিন রাজ্যে পূর্ণ লকডাউন হচ্ছে বলেই জানিয়ে দিলেন তিনি।

কেন্দ্রের তরফে আগে গাইডলাইনে বলা হয়েছিল প্রয়োজন মতো রাজ্য সরকার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সেই অনুযায়ী আগস্টের শেষেই সেপ্টেম্বরে পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আনলক ফোরের গাইডলাইনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, চলতি মাসে কেন্দ্রের সিদ্ধান্ত ছাড়া কোনও রাজ্য সরকার পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে পারবে না। শুধুমাত্র কনটেনমেন্ট জোনেই লকডাউন করতে পারবে রাজ্য সরকার। তবে গাইডলাইন হাতে পাওয়ার পরে ফের লকডাউনের সিদ্ধান্ত প্রত্যাহারে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী। কোনওভাবেই লকডাউন প্রত্যাহার করা হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “গণতান্ত্রিক পরিকাঠামো কেন্দ্র সরকার রাজ্যের অভিভাবক। রাজ্য তার কাছে সন্তানসম। কিন্তু এখানেই শুধুমাত্র প্রতিযোগিতামূলক আচরণ করা হচ্ছে। গাইডলাইন প্রকাশের মাধ্যমে পরামর্শ দেওয়া কেন্দ্রের কাজ। তবে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কাজ নয়। রাজ্যের উপর কেন্দ্রকে ভরসা রাখতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #lock down, #September

আরো দেখুন