রাজ্য বিভাগে ফিরে যান

দুর্গা পুজোসহ একাধিক বিষয়ে বড় ঘোষণা মমতার

September 14, 2020 | < 1 min read

পুজোয় খোলামেলা প্যান্ডেল করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যান্ডেলের একাংশ খোলা রাখার জন্য পুজো উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে করোনায় মৃত্যুর হার অনেকটা কমেছে বলেও সোমবার সাংবাদিক বৈঠকে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যে করোনা চিত্র নিয়ে একগুচ্ছ পরিসংখ্যানও পেশ করেছেন।

কী বললেন মুখ্যমন্ত্রী

• দিল্লির হিংসায় কী কী হয়েছিল সকলে জানেন। আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছিল। যা হয়েছে ঠিক হয়নি।

• পুজোর মাস থেকেই ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

• রাজ্যে সনাতনী ধর্মের তীর্থস্থান হবে। সে রাজ্য জমি দিচ্ছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• দলিত সাহিত্য অ্যাকাডেমি গঠনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

• রাজ্যে হিন্দি অ্যাকাডেমি গঠনের সিদ্ধান্ত।

• ডেঙ্গি এবং ম্যালেরিয়ার ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।

• এখন অনেকে বলছে করোনা চলে গেছে।  কিন্তু এ ভাবে একটা অতিমারি যায় না। দ্বিতীয় বার সংক্রমণের ঢেউ আসতে পারে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• রাজ্যে অক্সিজেন বেড ১২ হাজারের বেশি।

• করোনায় মৃত্যুর হার ৯ শতাংশ থেকে কমিয়ে ১.৯৪ শতাংশতে আনা হয়েছে। দাবি মুখ্যমন্ত্রীর।

• রাজ্যে সক্রিয় করোনা রোগী ২৩ হাজার ৬২৪ জন।

• রাজ্যে ৮৬ শতাংশ করোনা রোগীর মৃত্যু কো-মর্বিডিটির কারণে।

• কো-মর্বিডিটি কথাটা শুনে প্রথমে অনেকে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু পরে সারা দেশ মেনে নিয়েছে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus in West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন