রাজ্য বিভাগে ফিরে যান

মমতাকে নিয়ে অপপ্রচার, বাবুলকে বাংলা ভাষার পাঠ পড়ালেন কাকলি

September 19, 2020 | < 1 min read

বৃহস্পতিবার ছিল মহালয়া। সেই উপলক্ষ্যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ দেবী পক্ষের সূচনা ও মহালয়া নিয়ে ভিডিও বার্তা দেন রাজ্যবাসীকে।

ভিডিও বার্তায় তিনি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করোনা পরিস্থিতি সামলাতে নিরলস পরিশ্রমের কথা। সেখানে তিনি একটি জায়গায় বলেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে…”

এই ‘অমানবিক’ শব্দ নিয়ে শুরু হয় বিতর্ক। সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ট্যুইট করেন, মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে – “অমানবিক মুখ্যমন্ত্রী”😂আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে – কারণ যারা এটা শুট করেছে তারাও ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে ‘বেরিয়ে’ যাওয়া এই সত্যটি ওরা ধরতেই পারেনি 🤣 #TMChhi”

এবার এরই কড়া ভাষায় নিন্দা করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, দিল্লীর প্রাসাদে চেয়ারে বসে বাবুল সুপ্রিয় বাংলা ভাষার ও বাংলার মানুষের অনুভূতির সঙ্গে যোগ হারিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রীর অমানবিক পরিশ্রম মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিমানবিক সক্রিয়তা ও উদ্যোগ। বাংলা ভাষা আবার ঝালিয়ে নিতে বাংলায় আসতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Babul Supriyo, #Dr. KakoliGDastidar

আরো দেখুন