দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় গায়ের জোরে কৃষি বিল পাশ, গণতন্ত্রের হত্যা বললেন নেটিজেনরা

September 20, 2020 | < 1 min read

কৃষি ও কৃষক সংক্রান্ত তিনটি বিল গায়ের জোরে রাজ্যসভায় পাশ করালো কেন্দ্রীয় সরকার। হৈ-হট্টগোলের মধ্যেই ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হল এই বিলগুলি। বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও সংশোধনী হল না কোনও বিলেই।

রাজ্যসভার মেয়াদ দুপুর ১টা পর্যন্ত। কিন্তু কৃষি বিল সংক্রান্ত আলোচনা শেষ হয়নি। তাই উপসভাপতি মেয়াদ বাড়াতে চান। কিন্তু তাতে নারাজ বিরোধীরা। তাদের দাবি আলোচনা চলুক কাল। কিন্তু হৈ-হট্টগোলের মধ্যেই গায়ের জোরে বিল পাশ করায় সরকার।

এরপরই টুইটার ফেসবুকে সরব হন রাজনৈতিক নেতা থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ। তাদের বক্তব্য, আজ রাজ্যসভায় গণতন্ত্রের হত্যা হল। আসুন দেখে নিয়ে সেরকমই কিছু টুইট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Netizens, #Farm Bill, #Rajyo Sabha

আরো দেখুন