হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

রবীন্দ্রনাথের মত দাড়ি রাখছেন মোদি, শিখছেন বাংলাও?

September 21, 2020 | < 1 min read

আর কয়েক মাসের অপেক্ষা। তারপরই বাংলায় নির্বাচন। ক্ষমতা দখল জন্য মরিয়া বিজেপি। অবাঙালি তকমা ঘোচাতেও তৎপর গেরুয়া শিবির। আর এবার শোনা যাচ্ছে, বাংলা শিখছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে একজন ‘শিক্ষক’ নিয়োগ করা হয়েছে মোদিকে বাংলা ভাষা রপ্ত করানোর জন্য। একদিকে যেমন ভাষাশিক্ষা চলছে, অন্যদিকে মোদি স্বয়ং রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছেন।

সাজগোজে পরিপাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি-গোঁফ বরাবরই নিখুঁত ভাবে ট্রিম করা থাকে। কিন্তু লকডাউনের সময়কালে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দাড়ি ও গোঁফ, দুইয়ের দৈর্ঘ্যই বেড়েছে। মাথার পিছনে চুলও লম্বা হয়েছে। অনেকেই বলছেন উনি রবীন্দ্রনাথকে কপি করতে চাইছেন।

সোশ্যাল সাইটে দাবি করা হচ্ছে বাঙালির মন পেতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছেন প্রধানমন্ত্রী। এমনকি রবীন্দ্রনাথ ও মোদীর ছবি পাশাপাশি বসিয়ে দাড়ির তারতম্যও বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে দু’জনের দাড়ি প্রায় একইরকম দেখাচ্ছে।

তাৎপর্যপূর্ণভাবে, প্রধানমন্ত্রীর মুখে আজকাল রবীন্দ্রনাথের প্রশস্তি শোনা যাচ্ছে খুব। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে, দেশীয় খেলনা উৎপাদন বাড়ানোর আহ্বান জানাতে গিয়েও প্রধানমন্ত্রী শরণাপন্ন হয়েছেন কবিগুরুর।

একুশের আগে যে বাঙালি আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rabindranath Tagore, #Narendra Modi

আরো দেখুন