দেশ বিভাগে ফিরে যান

জোর ধাক্কা গেরুয়া শিবিরে, এনডিএ ছাড়ল অকালি দল

September 27, 2020 | < 1 min read

এনডিএ ছাড়ল বিজেপি-র সবথেকে পুরনো শরিক শিরোমণি অকালি দল৷ সংসদে পাশ হওয়া কৃষি বিলের বিরোধিতা হিসেবেই বিজেপি-র সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করল তারা৷ এ দিন দলের কোর কমিটির বৈঠকের পরই এই সিদ্ধান্ত জানানো হয়৷

কৃষি বিলের বিরোধিতা করে কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন অকালি দলের হরসিমরত কউর বাদল৷ তখনই এনডিএ ছাড়ারও ইঙ্গিত দিয়েছিল অকালি দল৷ তার পরেও অবশ্য সংসদে বিতর্কিত কৃষি বিল পাশ করিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু যেভাবে পঞ্জাবে কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকরা, তাতে অকালি দলের উপরে চাপ বাড়ছিল৷ ফলে বিজেপি-র সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে এনডিএ থেকে বেরিয়ে আসা ছাড়া তাদের সামনে কোনও উপায় ছিল না৷ কারণ পঞ্জাবে শাসক দল কংগ্রেস সহ আন্দোলনকারী কৃষকরাও প্রশ্ন তুলছিলেন, মন্ত্রিসভা ছাড়লেও কেন এনডিএ ছাড়ছে না অকালি দল?

বিজেপি-র সঙ্গে ভবিষ্যতে জোট থাকবে কি না, তা নিয়ে আলোচনা করতেই এ দিন চণ্ডীগড়ে দলের কোর কমিটির বৈঠক ডাকা হয়৷ সেই বৈঠকেই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷

কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই দলের প্রধান সুখবীর সিং বাদল অভিযোগ করেছিলেন, তাদের আপত্তি অগ্রাহ্য করেই তিনটি কৃষি বিল সংসদে পেশ করা হয়েছে৷ সংসদে কৃষি বিল পাশ হওয়ার পর ক্ষুব্ধ সুখবীর সিং বাদল বলেন, ‘এক বিন্দুও পরিবর্তন না করেই বিলগুলি সরকার পেশ করল৷ এতে আমরা খুবই মর্মাহত৷ যে সরকার কৃষকদের কথা ভাবে না, তার অংশ হয়ে থাকার মানে নেই৷ দু’ মাস ধরে আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি৷ কিন্তু এখন আর পিছনে ফিরে তাকানোর অর্থ হয় না৷’ বর্তমান পরিস্থিতে বিজেপি-র সঙ্গ না ছাড়লে পঞ্জাবে জমি হারানোর আশঙ্কা ছিল অকালি দলের৷

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #NDA, #Farm Bill 2020, #Shiromani Akali Dal

আরো দেখুন