রাজ কাপুর এবং দিলীপ কুমারের আদি পৈতৃক বাড়ি কেনার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের
রাজ কাপুর এবং দিলীপ কুমারের আদি পৈতৃক বাড়িগুলি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল খাইবার-পাখতুনওয়া প্রাদেশিক সরকার। এর আগে এই দুই হেরিটেজ বাড়ি ভেঙে শপিং মল তৈরি করার কথা জানিয়েছিলেন বাড়ি দু’টির বর্তমান মালিক। এই খবর প্রকাশ্যে আসার পরেই শোরগোল শুরু হয়। অবশেষে সরকার হস্তক্ষেপ করে। পেশোয়ারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাড়িগুলিতে জাদুঘর বানানোর পরিকল্পনা করেছে স্থানীয় সরকার। সরকারের এই উদ্যোগের ফলে জরাজীর্ণ বাড়িগুলি সংরক্ষিত হবে। বেঁচে যাবে দুই অভিনেতার স্মৃতিধন্য শৈশব।
এই বাড়িগুলিকে ইতিমধ্যে জাতীয় হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে। এবার এই বাড়িগুলি কিনে নেওয়ার জন্য অর্থ বরাদ্দ করেছে খাইবার-পাখতুনওয়া প্রদেশের পুরাতত্ত্ব বিভাগ। পেশোয়ারের ডেপুটি কমিশনারকে চিঠি দিয়ে বাড়িগুলির আনুমানিক মূল্য জানাতে বলা হয়েছে। কিস্সা খাওয়ানি বাজারে অবস্থিত রাজ কাপুরের পৈতৃক বাড়িটি কাপুর হাভেলি নামে পরিচিত। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে এটি তৈরি করেছিলেন রাজ কাপুরের দাদু দেওয়ান বশেশ্বরনাথ কাপুর। রাজ কাপুর এবং তাঁর কাকা ত্রিলোক কাপুরের এখানেই জন্ম এবং বেড়ে ওঠা। একই এলাকায় পৈতৃক বাড়ি রয়েছে দিলীপ কুমারেরও। ওই বাড়িটিও ১০০ বছরের বেশি পুরনো। ২০১৪ সালে দিলীপ কুমারের বাড়িটিকে জাতীয় হেরিটেজ হিসেবে ঘোষণা করে নওয়াজ শরিফ সরকার। এদিন সায়রা বানু বলেন, ‘আশা করি প্রাদেশিক সরকার সফলভাবে কাজটি সম্পূর্ণ করতে পারবে। আমাদের স্বপ্নপূরণ হবে।’ পুরাতত্ত্ব বিভাগের প্রধান আব্দুস সামাদ খান বলেন, বহুদিন ধরেই বর্তমান মালিকরা এই দুই বাড়ি ভাঙার চেষ্টা করছেন। তাঁরা এগুলি ভেঙে শপিং মল বানাতে চান। বাড়িগুলির ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে বহুবার সেই চেষ্টা প্রতিহত করেছে পুরাতত্ত্ব বিভাগ।