আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

October 2, 2020 | < 1 min read

ডোনাল্ড ট্রাম্প এবং ওনার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনার কবলে পড়েছেন। হোয়াইট হাউস সরকারিভাবে এই কথা জানিয়েছে।

কয়েকদিন আগেও উনি আসন্ন নির্বাচনের জন্য এই করোনা আবহেও র‍্যালি করেছিলেন জনসংযোগের জন্য। এর আগে তিনি করোনাকে গুজব বলেছিলেন, জনতাদের বলেছিলেন মাস্ক না পরতে। সঙ্গে তিনি এও বলেছিলেন এই রোগ থেকে বাঁচতে ডিসইনফেক্টেন্ট খেতে।

স্বভাবতই, উনি করোনা আক্রান্ত হওয়ার ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে গেছে।

এর আগে অনেক রাষ্ট্রনেতা করোনার কবলে পড়েছেন, যেমন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান বোলসেনারো কিংবা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বহাড়িতেও অনেক কেন্দ্রীয় মন্ত্রী ও জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Melania Trump, #Coronavirus, #Donald Trump

আরো দেখুন