আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

হেপাটাইটিস সি আবিষ্কারের জন্যে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

October 5, 2020 | < 1 min read

হেপাটাইটিস সি ভাইরাসের যুগান্তকারী আবিষ্কারের জন্যে নোবেল পুরস্কার পেলেন হার্ভে জে অল্টার, মাইকেল হুটন এবং চার্লস এম রাইস।

সোমবার স্টকহোমে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, এই তিন বিজ্ঞানীর গবেষণার ফলেই এক নতুন ধরণের রক্তজাত রোগের সন্ধান পাওয়া গেছে। যার সমাধান এতদিন হেপাটাইটিস এ বা বি -র চিকিৎসা দিয়ে করা যাচ্ছিল না।

ফলত এই রোগের পরীক্ষা এবং চিকিৎসা পদ্ধতি আবিস্কারও সম্ভব হয়েছে। এই যুগান্তকারী আবিষ্কারের জন্যে নোবেল কমিটি ধন্যবাদ জানিয়েছে এই তিন বিজ্ঞানীকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nobel Prize, #Hepatitis C Virus

আরো দেখুন