আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

পদার্থবিজ্ঞানের জন্যে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

October 6, 2020 | < 1 min read

ব্রিটিশ বংশোদ্ভূত রজার পেনরোজকে তাঁর ব্ল্যাকহোল সম্পর্কিত সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার প্রদান করা হল। সেই সাথে ছায়াপথের কেন্দ্রে অবস্থিত সুবৃহৎ কম্প্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য জার্মান বিজ্ঞানী রেইনহার্ড গেঞ্জেল এবং মার্কিন পদার্থবিজ্ঞানী আন্দ্রেয়া গেজও আজ নোবেল পুরস্কারের পুরস্কৃত হলেন।

নোবেল কমিটি স্টকহোমে পুরস্কার দেওয়ার সময় আজ বলে, “আজ নোবেলের মূল বিষয়ই অন্ধকার বিশ্বের খোঁজ। “

পেনরোজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অন্যদিকে জেনজেল নামজাদা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্সে কাজ করেন। গেজ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nobel Prize, #physics

আরো দেখুন