আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

নোবেলজয়ী স্টিগলিৎজের মতে করোনা প্রতিরোধে ভারতের পদক্ষেপ ভুল

October 7, 2020 | < 1 min read

নোবেলজয়ী স্টিগলিৎজ

করোনা মোকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এর সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু ভারতের মতো দেশে লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের কী হাল হতে পারে, অথবা গরিবরা কী সমস্যায় পড়তে পারেন, তা ভেবে দেখেনি কেন্দ্র। ফলে সমস্যা বেড়েছে। সারা দেশে মানুষ যত্রতত্র বেরিয়ে পড়েছে। এতে কী ভয়ঙ্করভাবে সংক্রমণ ছড়াতে পারে, তা ভাবেনি কেউ। করোনা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের পদক্ষেপকে এভাবেই তুলোধোনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ। বণিকসভা ফিকি আয়োজিত এক অনলাইন আলোচনাসভায় তিনি বলেন, ভারত হল সেই দেশ, যাকে সামনে রেখে বাকিদের উদাহরণ দেওয়া যায়, করোনায় কী কী করা উচিত নয়। অর্থাৎ করোনা পরিস্থিতিতে এই দেশ যা যা করেছে, তার প্রায় সবটাই ভুল, সে কথাই বুঝিয়েছেন এই খ্যাতনামা অর্থনীতিবিদ।
কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর  স্টিগলিৎজের কথায়, ভারত অর্থনীতিতে এগিয়ে যাওয়ার কথা বলছে। অথচ তারা বিভাজনের রাজনীতি করছে। যতক্ষণ না কেন্দ্রের শাসকদল ও তার কর্মকর্তারা বিভাজনের রাজনীতি থেকে সরে আসবেন, ততক্ষণ সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এই দেশকে ধর্মের নিরিখে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এইসব যত বেশি চলতে থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি তত খারাপের দিকে যাবে। বিভাজনের রাজনীতি ভারতকে পাকাপাকিভাবে পিছন দিকে ঠেলে দেবে, এমনটাই আশঙ্কা করছেন এই অর্থনীতিবিদ। তবে তিনি বলেন, করোনা সংক্রমণের সময় কোনও মানুষ যাতে না খেয়ে না থাকেন, সেই ব্যবস্থা করেছে কেন্দ্র— এটা ভালো দিক। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে টাকা সরকার খরচ করছে, তা যেন সঠিক লোকের হাতে পৌঁছয়। আর্থিক অবস্থা চাঙ্গা করতে স্টিগলিৎজের দাওয়াই, ভারতে প্রচুর ধনী ব্যক্তি আছেন। তাঁদের থেকে বেশি করে কর আদায় করতে হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #covid19, #Corona, #Joseph Stiglitz

আরো দেখুন