ভ্রমণ বিভাগে ফিরে যান

একা ঘুরতে যেতে চান! রইল কিছু টিপস

October 9, 2020 | 2 min read

একা ভ্রমণ করে অনেকের খুব মজার অভিজ্ঞতা রয়েছে আবার অনেকের খুব খারাপ অভিজ্ঞতাও হয়েছে। তবে ভালো খারাপ অভিজ্ঞতা নির্ভর করে আপনার ভ্রমণ কৌশল ও পরিবেশের উপর।

একা ভ্রমণ নিজেকে জানার সবচেয়ে বড় মাধ্যম। কথায় আছে, “একা ভ্রমণ নিজেকে সম্পূর্ণরূপে আবদ্ধ করার সুযোগ দেয়।”

অবশ্যই, একা ভ্রমণে বিপদ রয়েছে – যেমন রয়েছে নিরাপত্তা উদ্বেগ, একাকীত্ব এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা হওয়ার সুযোগ।

কিন্তু একটু প্রস্তুতি এবং সাধারণ জ্ঞান আপনাকে টাকা বাঁচাতে এবং এক ভিন্ন রকম অভিজ্ঞতার সুযোগ করে দেবে। 

কেন একা ভ্রমণ করবেন?

একাকী ভ্রমণে আপনি যখন ইচ্ছা তখন বিশ্রাম নেয়া থেকে শুরু করে কোথায় কতক্ষণ সময় নিয়ে ভ্রমণ করবেন, কোথায় খাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কখন যাবেন ইত্যাদি সিধান্ত গুলো খুব সহজেই নিজের ইচ্ছেমত নিতে পারবেন। 

আরেকটি সুবিধা হল যে আপনার ভুলগুলি শুধুমাত্র আপনার। এর জন্য আপনাকে কারও কাছে কৈফিয়ত বা জবাবদিহি করতে হবে না।

শহর থেকে গ্রাম যে স্থানেই ভ্রমণে যান না কেন, কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করবেন এটার জন্য আপনাকে আপনার বন্ধু বা অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। নিজের ইচ্ছে মত ঘুরতে পারবেন। আপনার যখন যা ইচ্ছা তাই করতে পারবেন।

একা ভ্রমণের কয়েকটি টিপসঃ 

• বিমানবন্দর থেকে আপনার হোটেল বা শহরের কেন্দ্রে যেতে কতসময় লাগে এবং কত খরচ হতে পারে তা আগেই জেনে রাখুন।

• একা ভ্রমণে কোথাও যাত্রার পূর্বে বাস, রিক্সা, সিএনজি, অটো রিক্সা বা ট্যাক্সির ভাড়া কত ড্রাইভারকে জিজ্ঞেস করে ঠিক করে নিন।

• হোটেল বুক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন। হোটেল রিভিউ, হোটেল এর মান ইত্যাদি সম্পর্কে যাচাই করে নিন। এগুলো আপনি ইন্টারনেট ঘেটেও জানতে পারবেন। 

• সর্বদা নিজের ওপর আস্থা রাখুন। নিজের সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দেবেন না। কোন বিষয়ে আস্থা না পেলে সেটা পরিহার করুন। 

• ভ্রমণে আপনার সঠিক পরিচয় দিন, এবং সব জায়গায় একই পরিচয় দেওয়ার চেষ্টা করুন। এটা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। 

• রাতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি বন্ধ করুন, পাবলিক প্লেসে থাকার চেষ্টা করুন। 

• আপনার হাঁটাচলা এবং হাবভাব স্থানীয় মানুষের মত রাখার চেষ্টা করুন। যাতে অন্য কেউ সন্দেহ না করতে পারে। 

• আপনি একা আছেন কখন কাউকে সেটা বুঝতে দেবেন না। 

• “আমি এখানে নতুন এসেছি, ঐ জায়গায় কিভাবে যাব?” এই ধরনের কথা বলা যাবে না। 

• ভ্রমণে কোথায় যাচ্ছেন এই বিষয়ে আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের জানিয়ে যাবেন এবং ফোনে, ভিডিও চ্যাট বা ইমেলের মাধ্যমে নিয়মিত  যোগাযোগ রাখার চেষ্টা করবেন। 

একাকী রেস্টুরেন্টে খাওয়ার কিছু নিয়মঃ 

• রাস্তার পাশের রেস্টুরেন্ট গুলোতে খেতে পারেন।

• খাওয়ার আগে অবশ্যই রেস্টুরেন্ট এর খাবার তালিকা এবং মূল্য দেখে নেবেন।

• খাওয়ার সময় অনেকেই মোবাইল ব্যাবহার করতে থাকেন, সেই সময় আপনার পাশে রাখা আপনার ট্রাভেল ব্যাগটি গায়েব হয়ে যেতে পারে। তাই, খাওয়া এবং মোবাইল ব্যাবহারের পাশাপাশি ব্যাগ এর দিকেও লক্ষ্য রাখুন।

• অনেকে রেস্টুরেন্টে ঢুকেই আগে মোবাইল চার্জ দেন এবং খাওয়া দাওয়া শেষে মোবাইল নিয়ে আসতে ভুলে যান। এটা মোটেও করা যাবে না। একেবারে প্রয়োজন ছাড়া রেস্টুরেন্টে মোবাইল চার্জ না দেওয়াই ভালো। 

• যে রেস্টুরেন্টে খেতে ঢুকছেন সেটার খাবারের মান ভালো কিনা যাচাই করে নিন।

• রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হওয়ার সময় ব্যাগ সাথে রাখুন অথবা রেস্টুরেন্ট ম্যানেজার এর কাছে রেখে যেতে পারেন।

• রেস্টুরেন্ট এর ওয়াশরুমে কতটুকু প্রাইভেসি রয়েছে সেটা লক্ষ্য রাখুন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Travelling

আরো দেখুন