বিনোদন বিভাগে ফিরে যান

অর্থ তছরুপের অভিযোগ ভিত্তিহীন, রিয়াকে ক্লিনচিট দিল ইডি

October 12, 2020 | < 1 min read

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অর্থ তছরুপের অভিযোগও ভিত্তিহীন। রবিবার এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুশান্ত রহস্যমৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়ার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আগেই গুরুত্ব হারিয়েছে। জামিনে ছাড়াও পেয়েছেন অভিনেত্রী। এবার আর এক তদন্তকারী সংস্থা ইডি জানিয়ে দিল, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর যে অভিযোগ রিয়ার বিরুদ্ধে উঠেছিল তাও সঠিক নয়। তদন্তে এমনকিছু সন্দেহজনক বিষয় নজরে পড়েনি। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্যই খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, টাকা লেনদেন থেকে শুরু করে ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে, সব বিষয়ই খুঁটিয়ে দেখা হয়েছে। তাতে রিয়ার বিরুদ্ধে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। রিয়ার বিরুদ্ধে সবার আগে টাকা তছরুপের অভিযোগই তুলেছিল সুশান্তের পরিবার। এবং সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে তাঁর নাম জড়ায় মাদক পাচারে। এবার অর্থ তছরুপের অভিযোগও ভিত্তিহীন বলে জানাল ইডি। সূত্রের খবর, তদন্তকারী সংস্থা আরও জেনেছে, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী লেনদেন হতো, সে ব্যাপারে তাঁর পরিবারের কাছে খবর ছিল না। সেকারণেই তাঁরা রিয়ার বিরুদ্ধে ভুলবশতই অভিযোগ করেছিলেন। তবে সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন, ‘অভিনেতার অ্যাকাউন্ট সম্পর্কে তাঁর পরিবার সবই জানতেন। শুধু তারা তাতে হস্তক্ষেপ করত না। তদন্ত এখনও চলছে। আগামী দিনে সব তথ্যই সামনে আসবে।’ এদিকে সুশান্তের রহস্যমৃত্যু নিয়ে জল্পনা এখনও চলছে। ‘জাস্টিস ফর সুশান্ত’-এর জন্য লড়াই করছেন অভিনেতা শেখর সুমন।

TwitterFacebookWhatsAppEmailShare

#rhea chakraborty, #sushant death case, #ED

আরো দেখুন