রাজ্য বিভাগে ফিরে যান

দাঙ্গা থেকে সকলকে দূরে রেখো মা, প্রার্থনা মমতার

October 14, 2020 | < 1 min read

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভারচুয়ালি (Virtual) পুজোর উদ্বোধন করবেন, কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো এবছর শুধু কলকাতার পুজো নয়। জেলার বেশ কয়েকটি পুজোর ভারচুয়ালি উদ্বোধন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের ছোঁয়ায়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে।

আজ নদিয়া-সহ উত্তরবঙ্গের মোট ১০ জেলার পুজো (Durga Puja) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাকি ১২ জেলার পুজো উদ্বোধন। সবটাই নবান্নে (Nabanna) বসে বিকেলে ভারচুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে ভারচুয়াল উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে তিনি ‘জাগো দুর্গা’ গানটিও গান।

মুখ্যমন্ত্রী আজ বলেন, মা দুর্গার কাছে প্রার্থনা যেন দাঙ্গা থেকে সকলকে দূরে রাখেন, অন্যায়, অবিচার থেকে দূরে রাখেন। তিনি আরও বলেন, মায়ের কাছে প্রার্থনা করি যেন করোনা থেকে মুক্তি পাওয়া যায়।

আজ মুখ্যমন্ত্রী আবারও নাম না নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন। তিনি বলেন, আমি শুনেছি অসমে নাকি দুর্গা পুজো হচ্ছে না এই বছর। কিন্তু আমরা আমাদের জাতীয় পুজো করব না, তা কি করে হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Durga Puja 2020

আরো দেখুন