রাজ্য বিভাগে ফিরে যান

সঠিক প্রমাণিত দৃষ্টিভঙ্গি – রাজ্যে আসছেন না অমিত শাহ

October 14, 2020 | < 1 min read

রাজ্যে আসছেন না বিজেপির প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর আগে উত্তরবঙ্গে আসতে পারেন তিনি, এমনটাই খবর রটেছিল কয়েকদিন আগে। কিন্তু বিশেষ সূত্র মারফৎ পাওয়া খবরে আমরাই একমাত্র খবর করেছিলাম যে অমিত শাহ বাংলায় আসবেন না। সেই খবর আজ সত্য প্রমাণিত হল।

অমিত শাহ এখন করোনা সংক্রমণ পরবর্তী চিকিৎসাধীন। সূত্রের খবর, এই সময় তাঁকে ডাক্তাররা ভ্রমণ করতে বারণ করেছেন। সেই কারণেই তিনি বাংলায় আসবেন না। তবে, কেন তাঁর উত্তরবঙ্গ সফরের কথা প্রচার করা হল? বিজেপি সূত্রের খবর, এটি নিছকই দলীয় কর্মীদের চাঙ্গা করার একটি কৌশল ছিল।

২০২১ এর নির্বাচনের আগে যথেষ্ট চাপে বিজেপি। গোষ্ঠী কোন্দলে জেরবার গেরুয়া শিবির। দিলীপ, মুকুল, বাবুল – প্রচুর মুখ্যমন্ত্রী প্রত্যাশী দলে। নবান্ন অভিযানেও মেলেনি তেমন সাড়া। করোনাকালে রাজপথে পেশীর আস্ফালনে রুষ্ট হয়েছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতে অমিত শাহের বাংলা সফর বাতিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Amit shah, #Drishtibhongi

আরো দেখুন