← রাজ্য বিভাগে ফিরে যান
তৃণমূলে যোগ দিলেন সিপিএম বিধায়ক
তৃণমূলে যোগ দিলেন সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। ‘বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সিপিএম ছেড়ে তৃণমূলে,’ দলত্যাগ নিয়ে দাবি বিধায়কের।
বসিরহাট উত্তর বিধানসভা থেকে ২০১৬ সালে জয়ী হন তিনি। একদা তৃণমূল করতেন এই রাজনীতিবিদ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জার্সি বদলে লাল শিবিরে যোগ দেন। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এক টুইট বার্তায় এই সিপিএম বিধায়কের তৃণমূল কংগ্রেসের যোগদানের ব্যাপারে অফিসিয়ালি জানানো হয়।
এবার ‘ঘর ওয়াপসি’ হল তাঁর। ঘাসফুল শিবিরে ফিরলেন বিধায়ক। ২০২১ সালের আগে এই দল বদল জোড়াফুল শিবিরের এক প্রকার শক্তিবৃদ্ধি করল, বলা যেতেই পারে।