জীবনশৈলী বিভাগে ফিরে যান

লক্ষ্মী পুজোর সঠিক ফর্দ জানেন?

October 29, 2020 | < 1 min read

যতই প্রবাদ বলুক, অর্থই অনর্থের মূল, অর্থ ছাড়া কেউ যে এক পা চলতে পারে না, সেকথা কে না জানে! তাই বাজারের সমস্ত উপকরণ অগ্নিমূল্য হলেও কষ্টেসৃষ্টে আজও হিন্দু বাড়িতে রীতি মেনে পুজো হয় দেবীর। আগামীকাল আপনার বাড়িতেও লক্ষ্মীপুজো আছে কি? পুজো শেষে সারা রাত জাগবেন? কারণ, কালকের লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মীপুজো  বলে পরিচিত।

কোজাগরি কথার অর্থ ‘কে জাগে’? 

পুরাণ মতে, এই পুজোর দিনে আগে সন্ধেয় সবার বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা হত। তারপর সবাই তাস, পাশা খেলে, গানবাজনা করে রাত জাগতেন। চঞ্চলা লক্ষ্মী কোনও কারণে বাড়িতে পা রাখলে তাঁকে নিজের বাড়িতে অচলা করার জন্যে। ব্রতকথাতেও বলা আছে, এই দিন পুজোর পর ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবীকে সারারাত জেগে স্মরণ করলে কৃপা লাভ সম্ভব। এখনকার দিনে সারা রাত হয়ত জাগা কারোর পক্ষেই সম্ভব নয়।

যাই হোক, পুজো যখন করবেন, শেষ মুহূর্তে মিলিয়ে নিন এই জিনিসগুলো আপনার ফর্দতে আছে কি?

সিঁদুর, অধিবাস ডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপ চাল, ঘটাচ্ছাদন গামছা ১টি, কুণ্ডহাঁড়ি ১টি, তেকাঠা ১টি, দর্পণ ১টি, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, সশীষ ডাব ১টি, তীর ৪টি, পুষ্প, দূর্ব্বা।

এছাড়া লাগে, আসনাঙ্গুরীয়ক ৩টি, মধুপর্কের বাটী ৩টি, দই, মধু, গব্যঘৃত, চিনি, নৈবেদ্য ৩টি, কুচা নৈবেদ্য ১টি, লক্ষ্মীর শাটী ১টি, নারায়ণের ধূতি ১টি, পেচক পূজার ধূতি ১টি, লোহা, শঙ্খ, সিঁদুরচুবড়ি, বালি, কাষ্ঠ, খোড়কে, ঘৃত এক পোয়া, হোমের বিল্বপত্র ২৮টি, ভোগের দ্রব্যাদি, কর্পূর, চিপিটক (চিঁড়া), নারকোল, পান, চানের মশলা, থালা ১টি, ঘটি ২টি, রচনা, ফুলমালা ১টি, চন্দ্রমালা ১টি, পূর্ণপাত্র ১টি এবং অবশ্যই দক্ষিণা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Laxmi pujo

আরো দেখুন