বিবিধ বিভাগে ফিরে যান

এই নিয়ম মানলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন

October 30, 2020 | 2 min read

উমা চলে যাবার পর খুব মন খারাপ। কিন্তু মন খারাপের সময় কই ,তার ঠিক চার দিন পরই তো মা লক্ষ্মী আসেন আমাদের ঘরে। তাকে নিয়েই শুরু হয়ে যায় তোড়জোড়। আপনার বাড়িতেও নিশ্চয়ই হচ্ছে এবার? কিন্তু যারা এবছর প্রথমবার লক্ষ্মীর ঘট পাতছেন, তারা কি পূজার নিয়মবিধি সঠিক ভাবে জানেন? 

যে দেবতার পূজা করবেন সেই দেবতার পরিচয় সম্পর্কে আগে জেনে নিতে হয় লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী হিসেবে জানি, আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ঐ টুকুতেই সীমাবদ্ধ নয়। লক্ষ্মী শুধু ধনই দান করেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্রও দান করেন। এক কথায় লক্ষ্মীপূজা করলে, মানুষ সার্বিক ভাবে সুন্দর ও চরিত্রবান হয়।

২০২০ সালের কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৩০ অক্টোবর, বাংলার ১৩ কার্তিক ১৪২৭ ৷ গৃহস্থে লক্ষ্মীপুজো হলে মঙ্গল হয় ৷ শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো প্রতিটি বাড়িতেই কম বেশি হয়ে থাকে ৷ মা লক্ষ্মীর কৃপায় সংসার সুখের হয় কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে ৷ 

নিয়মাবলী 

  • লক্ষ্মীপূজায় ঘণ্টা বাজাতে নেই। লক্ষ্মীকে তুলসীপাতা দিতে নেই। কিন্তু লক্ষ্মীপূজার পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়। 
  • লক্ষ্মীপূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল ন-টার মধ্যে করে নেওয়াই ভাল। 
  • পূজার পর ব্রতকথা পাঠ করতে হয়। 
  • লক্ষ্মীপূজায় লোহা বা স্টিলের বাসন-কোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয়। তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে চলে যান। 
  • যার যে প্রতিমায় পূজা করার নিয়ম সে সেই নিয়মেই পূজা করবেন। 
  • পূজার পূর্বে পূজাস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দীপ জ্বালিয়ে দেবেন। পূজাস্থানে লক্ষ্মীর পা-সহ আলপনা আঁকবেন। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন। 
  • পূজার সময় অন্যমনস্ক হবেন না। মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন।
TwitterFacebookWhatsAppEmailShare

#tradition, #Laxmi pujo

আরো দেখুন