আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

প্রয়াত হলেন প্রথম জেমস বন্ড

October 31, 2020 | < 1 min read

প্রয়াত হলেন জেমস বন্ড (James Bond) খ্যাত অভিনেতা সঁ কোনারি (Sean Connery)। প্রথম জেমস বন্ডের চরিত্রে আমরা এই অভিনেতাকেই দেখতে পাই। মৃত্যুকালে এই স্কটিশ অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। সঁ কোনারিই ‘০০৭’ নম্বরটিকে বিশ্বব্যপী এতো জনপ্রিয় করে তুলেছেন।

১৯৬২ সালে প্রথম জেমস বন্ডের চরিত্রে কোনারিকে দেখা যায়। তার পর তিনি এই সিরিজের আরো ৬টি ছবি দর্শকদের উপহার দেন। ২০০০ সালে মহারাণী এলিজাবেথ এই অভিনেতাকে নাইট (knight) উপাধিতে ভূষিত করেন।

এই বর্ষীয়ান অভিনেতার ঝুলিতে ছিল একটি অস্কার, একাধিক গোল্ডেন গ্লোবস (Golden Globes) এবং দুটি বাফটা (Baftas) পুরস্কার। ‘লাস্ট ক্রুসেড’ (Last Crusade), ইন্ডিয়ান জোনস (Indiana Jones), দ্য হান্ট ফর রেড অক্টোবর (The Hunt for Red October)- এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।

১৯৬২ সালের ডক্টর নো (Dr No) থেকে ১৯৮৩-র নেভার সে নেভার এগেইন (Never Say Never Again), প্রায় দুদশক ধরে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন কোনারি। দর্শকদের ভোটের আধারে জেমস বন্ডের চরিত্রে তিনিই ছিলেন সবচেয়ে সাবলীল।

দ্য আনটাচেবলস (The Untouchables) সিনেমায় সহায়ক চরিত্রে একজন আইরিশ পুলিশের চরিত্রে অভিনয় করেই সঁ কোনরি অস্কার (Oscar) পান।

TwitterFacebookWhatsAppEmailShare

#OSCAR, #James Bond, #Sean Connery

আরো দেখুন