আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

তুরস্ক ও গ্রিসে ভয়াবহ ভূমিকম্প,মৃত ২৬, আহত ৭০০

November 1, 2020 | < 1 min read

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক এবং গ্রিসের উপকূলবর্তী অঞ্চল। শুক্রবারের ওই ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। আহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ভেঙে পড়েছে দুই শতাধিক বাড়ি।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। মার্কিন ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, তুরস্কের কার্লোভাসি শহর থেকে ১৪ কিমি দূরে ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের রিসর্ট শহর ইজমির। সেখানে অন্তত ২০টি বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।

গতকালের ভূমিকম্পের (Earthquake) পর শনিবারও ১৯৬ বার আফটার শকের খবর মিলেছে। যার মধ্যে ২৩টির কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪-এর বেশি ছিল। তুরস্কের (Turkey) পাশাপাশি পড়শি গ্রিসেও (Greece) অনুভূত হয়েছে কম্পন। সেখানে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর তুরস্কের উপকূলবর্তী শহর ইজমিরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন লোকজন। গ্রীসের রাজধানী এথেন্সেও কম্পন অনুভূত হয়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Turkey, #Greece, #earthquake

আরো দেখুন