অরুণাচল সীমান্ত পর্যন্ত চীনের রেললাইন! বাড়ছে উত্তেজনা
কৌশলগত ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চীন। সিচুয়ান-তিব্বত রেলপথ (Sichuan Tibet Railway) নির্মাণের কাজ শুরু করতে চলেছে বেজিং। এই রেলপথটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইয়ান থেকে শুরু হয়ে তিব্বতের লিনঝি অবধি যাবে।
এই লাইনটি তৈরির ফলে প্রায় অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রায় সীমান্ত অবধি প্রবেশ করতে চলেছে চীন। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস এই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণার কথা জানিয়েছে।
শনিবার চীনা রেল এই রুটে দুটি টানেল এবং একটি সেতু নির্মাণের টেন্ডারের ঘোষণা করেছে। এছাড়াও ইয়ান-লিনঝি লাইনে বিদ্যুৎ সরবরাহের টেন্ডারিংও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। এই পদক্ষেপগুলিই ইঙ্গিত দিচ্ছে যে, খুব শিগগিরিই বেজিং এই প্রকল্পের কাজ শুরু করতে চলেছে।
উল্লেখ্য, সিচুয়ান-তিব্বত রেলপথ সিচুয়ানের রাজধানী চেঙ্গদু থেকে শুরু হবে। এই রেলপথটি তৈরির পরে লাসা অবধি যেতে ৪৮ ঘন্টা লাগা সময় কমে আসবে মাত্র ১৩ ঘন্টায়।
প্রসঙ্গত, সিচুয়ান-তিব্বত রেলপথ অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে তার অংশ হিসাবে বিবেচনা করে। তবে ভারত চীনের এই দাবির বরাবরই তীব্র বিরোধিতা করে জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতেরই একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
গ্লোবাল টাইমস (Global Times) জানাচ্ছে, সিচুয়ান-তিব্বত রেল লাইনের দৈর্ঘ্য হবে ১০১১ কিমি। এই রুটে ট্রেনের গতিবেগ থাকবে ১২০ থেকে ২০০ কিমি প্রতি ঘন্টা। চীনের এই প্রকল্পে খরচ হবে ৪৭.৮ আরব ডলার।