লক্ষ্য ২১শের নির্বাচন, সর্বদলীয় বৈঠকের ডাক নির্বাচন কমিশনের
২০২১ এর নির্বাচনের ঢাকে কাঠি পড়ল। প্রাক নির্বাচনী প্রস্তুতির জন্য সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৯ নভেম্বর এই বৈঠক হবে। আগামী নির্বাচনে সবথেকে বেশি জোড় দেওয়া হবে করোনা মহামারীর (Covid-19) সতর্কতায়। সেই বিষয়ে আলোচনা হতে পারে।
কোভিড আবহের মধ্যেই এরাজ্যে (West Bengal) বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। সেকথা মাথায় রেখেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা কমিয়ে ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
বুথে যাতে লম্বা লাইন না পড়ে, সামাজিক দূরত্ব (Social Distance) যাতে বজায় থাকে, সেই জন্যই এই উদ্যোগ। এই নিয়ে আলোচনার জন্য আগামী ৯ নভেম্বর বেলা ২ টোয় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
তার পরদিন অর্থাত্ ১০ নভেম্বর এই ইস্যুতে জেলাশাসকদের সঙ্গেও আলোচনা করবে কমিশন। উল্লেখ্য, করোনার কারণে এরাজ্যে স্থগিত হয়ে গিয়েছে পুরভোট (Kolkata municipal election) ।
প্রসঙ্গত, করোনা আবহের মধ্য়ে দেশে প্রথম ভোট হয়েছে বিহারে। করোনা বিধি মেনে বিধানসভা ভোট হয় বিহারে।