রাজ্য বিভাগে ফিরে যান

খুশির খবর, পরের বছর পুজোয় সরকারি কর্মীদের ছুটি ১৬ দিন

November 6, 2020 | < 1 min read

রাজ্য সরকারি কর্মীরা আগামী বছর পুজোয় (Durga Puja 2021) টানা ১৬ দিন ছুটি পাবেন। এ বছর ছিল টানা সতেরো দিন। এ বার পুজোয় এই ছুটি শুরু হয়েছিল তৃতীয়া থেকে। আগামী বছর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে। ২০ অক্টোবর লক্ষী পুজো। তার পরে আরও দু’দিন অর্থাৎ ২২ অক্টোবর পর্যন্ত এই পুজোর ছুটি ( Puja Holidays) চলবে। টানা বারো দিনের পুজোর ছুটির সঙ্গে শুরুর আগে এবং শেষে শনি ও রবিবার থাকায় চার দিন অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা। বৃহস্পতিবার রাজ্য সরকার আগামী বছরের ছুটির যে তালিকা প্রকাশ করেছে, তাতেই উঠে এসেছে এই তথ্য।

সরকারের (West Bengal Govt) এই নয়া ছুটির ক্যালেন্ডারে ছটপুজোয় দু’দিন ছুটি রাখা হয়েছে। সরস্বতীপুজো, কালীপুজোর জন্য একটি করে অতিরিক্ত ছুটি আগেই চালু করেছিল রাজ্য সরকার। এ বারও তা থাকবে। তবে দোলযাত্রা, মহাবীর জয়ন্তী, রবীন্দ্রজয়ন্তী ও স্বাধীনতা দিবস পড়েছে রবিবার। আবার শনিবার পড়েছে নেতাজীর জন্মদিন, মে দিবস, গান্ধীজয়ন্তী, ভাইফোঁটা, ঈদ-উল-ফিতর ও বড়দিন। দোলযাত্রা পরের দিনেও হোলির ছুটি থাকছে রাজ্য সরকারের। ক্যালেন্ডারে ৩৯টি সরকারি ছুটি ও চারটি নির্দিষ্ট গোষ্ঠীর উৎসবের জন্য বিশেষ ছুটির কথা রয়েছে। এর মধ্যে এনআই অ্যাক্টে ২২টি ছুটি রয়েছে। বাকি ১৭টি ছুটি রাজ্য সরকার আলাদা ভাবে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2021, #Holidays

আরো দেখুন