দেশ বিভাগে ফিরে যান

এগিয়ে এনডিএ, তবু বিহারের রাজা নির্বাচন করবে সময়

November 10, 2020 | < 1 min read

আপাতত উল্টে গেছে বুথফেরত সমীক্ষা (Booth-return survey)। বিহারে (Bihar) একক সংখ্যাগরিষ্ঠ (Single party majority) দল হিসেবে উঠে আসছে বিজেপি (BJP)। তবে মহাজোটের সঙ্গে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে।

নির্বাচন কমিশন (Election Comission) সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত মাত্র ২১ শতাংশ ভোট গণনা হয়েছে বিহারে। এর মধ্যে প্রায় ১৭০ আসনে শীর্ষে থাকা দুই দলের মধ্যে কোথাও ভোটের ব্যবধান ২ হাজারেরও কম। ১ হাজারেরও কম প্রায় ৫৪টি আসনে। আবার প্রায় ২৮টি আসনে ভোটের ব্যবধান ৫০০রও কম।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ব্যবধান আরও ওঠানামা করবে। তাই শেষ মুহূর্তে এই আসনগুলিই ভোটের ফল নির্ধারণে নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে মত বিশেষজ্ঞদের।

তাই ভোটের ফল সম্পূর্ণ না বেরনো পর্যন্ত সব দলই চিন্তিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#NDA, #Nitish Kumar

আরো দেখুন