দেশ বিভাগে ফিরে যান

তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের আওতায় ওটিটি প্ল্যাটফর্ম, বাড়বে সেন্সরশিপ?

November 11, 2020 | < 1 min read

অনলাইন নিউজ পোর্টাল (Online news portal) এবং নেটফ্লিক্স (Netflix), হইচই (Hoichoi)- এর মতো ওটিটি প্ল্যাটফর্মগুলিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আনা হল।

এতো দিন এগুলি তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ছিল (Ministry of Information and Technology)। বেশ কিছুদিন ধরেই তাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আনার পরিকল্পনা করছিল কেন্দ্রীয় সরকার।

পাঁচ মাধ্যম যেমন প্রিন্ট, রেডিও, টিভি, সিনেমা এবং ওটিটির (OTT) মধ্যে ওটিটি বাদে বাকি সবকটিই আগে থেকেই তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) অধীনে ছিল। এবার ওটিটিকেও আনা হল।

বর্তমান সময়ে মানুষ অনেকটাই ওটিটি কেন্দ্রীক। লকডাউনে সিনেমা হল বন্ধ থাকায় সেই প্রবণতা আরো অনেকটাই বেড়ে গেছে। তাই সমস্ত মাধ্যমকেই এক ছাদের তলায় আনতে এই সিদ্ধান্ত।

প্রশ্ন উঠেছে, এবার কি মুক্তমনা নিউজ পোর্টালগুলো সেন্সরশিপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইবে ভারত সরকার?

TwitterFacebookWhatsAppEmailShare

#Ministry of Information and Broadcasting, #Ott Platform

আরো দেখুন