কলকাতা বিভাগে ফিরে যান

ফেক নিউজ এর বিরুদ্ধে গিয়ে নারী কল্যাণের বাস্তব চিত্র তুলে ধরল তৃণমূল

November 17, 2020 | < 1 min read

আজ তৃণমূল ভবনে (Trinamool Bhawan) সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের (Women and Child Welfare) মন্ত্রী
ডঃ শশী পাঁজা (Shashi Panja) ও রাজ্যসভার সাংসদ নাদিমুল হক (Nadimul Haque)। আজ জানানো হয় যে সপ্তাহের কিছু কিছু দিনে তৃণমূলের মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করা হবে।

ডঃ শশী পাঁজা জানান যে আজকাল বিভিন্ন ভাবে, ‘ফেক নিউজ’ (Fake news) ছড়ানো হচ্ছে। তাতে বিভ্রান্তি বাড়ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কাজ করা হয়েছে। তৃণমূল ‘ফেক নিউজ’ -এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, বাস্তবে যা ঘটেছে , তাই নিয়ে কথা বলে যাবে।

ডঃ শশী পাঁজা জানান যে ২০১১ থেকে বাংলায় নারীদের উন্নয়নের জন্য প্রচুর কাজ হয়েছে। নারীদের ক্ষমতায়নের কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন যে রাজ্যের স্বাস্থ সাথী কার্ড হয়েছে পরিবারের বয়জ্যেষ্ঠ মহিলার নামে। জানানো হয় যে রূপশ্রী প্রকল্পে সুবিধা পেয়েছে ৫ লাখের বেশি মেয়ে, শুরু হয়েছে ৮টি মহিলা পরিচালিত পুলিশ স্টেশন, মহিলাদের জন্য তৈরি হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট ইত্যাদি। কন্যাশ্রী থেকে শুরু করে নানারকম প্রকল্পের তথ্য দেওয়া হয় আজকের বৈঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Bhavan, #Shashi Panja

আরো দেখুন