রাজ্য বিভাগে ফিরে যান

সরকার এবং আদালতের নির্দেশ মেনে উৎসব পালন করুন, ছট পুজোয় বার্তা মুখ্যমন্ত্রীর

November 20, 2020 | < 1 min read

সকলকে ছট পুজোর (Chhath Puja) অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি বলেন, “প্রতিবার আমি নিজে এই পুজা প্রস্তুতি পরিচালনা করি। এবার আদালতের নির্দেশে তা সম্ভব হয়নি।” যেহেতু ছট পুজোতে গঙ্গা অর্চনা হয়, তাই সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। এক সাথে অনেকজন মিলে ভিড় না করে সামাজিক দূরত্ব মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি এদিন আরো বলেন যে সবার মঙ্গলের জন্য গঙ্গা মাতার কাছে তিনি প্রার্থনা করবেন যাতে করোনা মহামারীর বিপদ কেটে যায়।

রাজ্যের সংস্কৃতি নিয়ে গর্ব করে মুখ্যমন্ত্রী বলেন এই রাজ্যে সব ধর্মের মানুষ তাদের নিজেদের উৎসব নির্বিঘ্নে পালন করেন। সবাই সবার উৎসবে সামিল হন। অন্য কোন রাজ্যে এই সংস্কৃতি নেই।

রাজ্য সরকারের পক্ষ থেকে সকলের কথা ভেবে বেশ কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ছট পুজোয় দুদিনের ছুটি দিয়ে আসছেন।

সবশেষে সকলকে সরকার এবং আদালতের নির্দেশ মেনে উৎসব পালন করার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #chhath puja

আরো দেখুন