রাজ্য বিভাগে ফিরে যান

সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্বঃ মমতার চিন্তাকে স্বীকৃতি

November 20, 2020 | < 1 min read

করোনা (Corona Virus) শুরু হওয়ার সময় থেকেই একটি টার্ম এখন প্রায় আমাদের সকলের পরিচিত হয়ে উঠেছে। তা হল, সোশ্যাল ডিস্টেন্সিং (Social Distance) বা, সামাজিক দুরত্ব (Physical Distance)। কিন্তু, প্রায় প্রথম দিন থেকেই এই টার্মে আপত্তি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, এটি বাস্তবে শারীরিক দূরত্ব, সামাজিক দুরত্ব নয়। এই একই বক্তব্য ছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের।

সরকারি সমস্ত নথিতে সামাজিক দুরত্বের বদলে শারীরিক দূরত্ব লিপিবদ্ধ করতে সংসদের বাদল অধিবেশনে ১৫ই সেপ্টেম্বর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন সরব হন। এবার এই দাবিকেই স্বীকৃতি দিল কেন্দ্র। তারা চিঠি দিয়ে শান্তনু সেনকে জানিয়েছেন এবার থেকে সমস্ত কোভিড গাইডলাইনে (Covid Guidelines) শারীরিক দূরত্ব বলা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #covid19, #Social Distancing

আরো দেখুন