বিনোদন বিভাগে ফিরে যান

মন্দিরের ভিতর চুম্বন দৃশ্যে আপত্তি, নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর দায়ের বিজেপি নেতার

November 23, 2020 | < 1 min read

সিরিজটি নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে প্রায় এক মাস আগে৷ কিন্তু হঠাৎই মীরা নায়ার পরিচালিত ‘আ স্যুটেবল বয়’ নিয়ে শুরু হয়েছে চর্চা৷ উঠে আসছে লাভ জিহাদের প্রসঙ্গও৷ বিজেপি নেতা গৌরব তিওয়ারি এফআইআর দায়ের করেছেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে৷

সমস্যা এই সিরিজের চুম্বন দৃশ্য নিয়ে৷ বিজেপির (BJP) নেতার এতে আপত্তি, কারণ একটি এপিসোডে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের গল্পে চুম্বন দৃশ্য দেখানো হয়েছে একটি মন্দিরের ভিতরে৷ যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না গৌরব তিওয়ারি৷ এর জন্যই শেষপর্যন্ত মধ্যপ্রদেশের রেওয়ায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা৷ ট্যুইট করে সেকথা জানানও তিনি৷

গৌরব তিওয়ারির মতে, চুম্বন দৃশ্যের বিরোধিতা তিনি করছেন না৷ কিন্তু মন্দিরের ভিতর আরতি চলাকালীন চুম্বন দৃশ্য শ্যুটের কি খুব প্রয়োজন? সিরিজ নির্মাতাদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘মসজিদে আজান চলাকালীন এমন দৃশ্যের শ্যুট করতে পারবেন তো আপনারা?’
এই চুম্বনের দৃশ্য তাই মধ্যপ্রদেশের ওই মন্দির এবং কোটি কোটি শিব ভক্তের ভাবাবেগকে অপমানিত করা হয়েছে বলে মত গৌরব তিওয়ারির৷ অবিলম্বে এই নিয়ে নির্মাতাদের ক্ষমা চাওয়া উচিৎ বলেও দাবি তাঁর৷ ধর্মীয় স্থানে ‘লাভ জিহাদ’ (Love Jihad) প্রচার করা এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তাঁর অভিযোগ। নেটফ্লিক্সকে ধিক্কার জানিয়ে নিজের ফোন থেকে অ্যাপটি ডিলিটও করে দিয়েছেন গৌরব তিওয়ারি৷

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Love jihad, #Netflix

আরো দেখুন