রাজ্য বিভাগে ফিরে যান

‘সবকা বিকাশ’ বনাম বাংলার উন্নয়ন, কে এগিয়ে আছে, দেখাল তৃণমূল

November 27, 2020 | < 1 min read

কেন্দ্রের শাসক দলের ২০১৪ সালের স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। ২০১৯ সালে তাদের এই স্লোগানে আরেকটি কথা যুক্ত হয় সবকা বিশ্বাস। এখন এই সবাইয়ের মধ্যে নিশ্চয়ই দেশের দলিতরাও পড়ে। কিন্তু, তাদের শিক্ষা ও সুরক্ষা নিয়ে আজ পর্যন্ত কেন্দ্রের শাসক দল আদৌ কি কোনও উদ্যোগ নিয়েছে? প্রশ্ন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

তিনি আজ একটি ট্যুইট করে বলেন, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তপশিলি জাতির প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কলারশিপ (Scholarship) দেওয়ার সুপারিশ জানানো হয়। আজ পর্যন্ত কেন্দ্র এই বাবদ কোনও বাজেট বরাদ্দ করেনি। 

সেখানে বাংলার শিক্ষাশ্রী প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ৭০ লক্ষ পড়ুয়াকে আর্থিক সহায়তা করা হয়।

অপর একটি ট্যুইটে তিনি বলেন, বিজেপির (BJP) শাসনকালে দলিতদের ওপর বহু গণপিটুনির ঘটনা ঘটেছে। গুজরাটের উনাওয়ের ঘটনার পরে ৩০জন দলিত আত্মহত্যার চেষ্টা করে।

বাংলায় ২০১৯ সালে গণপিটুনির বিরুদ্ধে আইন পাস হয়েছে। সেখানে আজ পর্যন্ত কেন্দ্র এরকম কোনও উদ্যোগ দেখায় নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #scholarship

আরো দেখুন