সুখবর, PUBG লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা
ফিরছে পাবজি, আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করল সংস্থা। কেন্দ্র সরকারের চীনা অ্যাপ বাতিলের প্রস্তাবে ভারতে বন্ধ হয়েছিল জনপ্রিয় গেম পাবজি মোবাইল। তবে ফের চালু হতে চলেছে এই অ্যাপ্লিকেশনটি।
সপ্তাহদুয়েক আগেই, পাবজি কর্পোরেশন ঘোষণা করেছিল যে তাঁরা পাবজি মোবাইল ইন্ডিয়া চালু করার প্রস্তুতি নিচ্ছে, যা ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে তৈরি। এই ঘোষণার পাশাপাশি সংস্থাটি কীভাবে প্লেয়ারদের তথ্য সুরক্ষিত ও স্বাস্থ্যকর গেমপ্লে ব্যবস্থাপনা রাখবে এবং স্থানীয় ভিডিও গেম, বিনোদন এবং আইটি শিল্প গড়ে তুলতে কীভাবে দেশে বিনিয়োগ করবে তা নিয়ে পরিকল্পনাও প্রকাশ করেছে।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই বাজারে আসছে PUBG। অ্যাপটি বাতিলের পর থেকেই নড়চড়ে বসেছিল সংস্থা। এরপরই ভারতীয় সহায়ক সংস্থা তৈরি করার পরিকল্পনা করে PUBG কর্তৃপক্ষ। এরজন্য কয়েকশো কর্মচারী নিয়োগ করে সংস্থা। পাশাপাশি জানা যায়, প্রায় ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে সংস্থা।